Mojar School: 13 Years of Staying With Children - We Stayed. Children Moved Forward
১ম ছবিটা ২০১৫ সালের ডিসেম্বর মাসের, ঢাকার আগারগাও বস্তিতে
২য় ছবিটা ২০২৫ সালের ডিসেম্বর মাসের, ঢাকার মানিকনগর এলাকার
মধ্যখানে চলে গেছে ১১ বছর, মজার ইশকুল :: Mojar School আছে, আগের মত একই নীতিতে , সুবিধাবঞ্চিত শিশুদের সাথে তাদের অভিভাবকদের সচেতন করা, ফলাফল তাদের হাতে দেয়া, শিক্ষার্থীদের যাতে না বকা দেয়, না মারে, শিক্ষা কিভাবে আলোকিত করতে পারে তার উদাহরণ সৃষ্টি, আর সব থেকে জরুরি লেগে থাকা ( Consistancy বজায় রাখা )।
২০১৩ সাল থেকে মজার ইশকুল একটি স্বপ্নের পিছনে ছুটছে, পথশিশু মুক্ত বাংলাদেশ । আমাদের ১ম ব্যাচ বের হবে আসছে এসএসসি পরীক্ষার পর , দীর্ঘ ১৩ বছরের যাত্রায় আমরা অনেক গুলো দারুণ ফল পাওয়ার অপেক্ষায় ।
- এই শিশুরা আর কেউ রাস্তায় ফিরবে না ।
- আয় করে পরিবারের পাশে দাঁড়াবে ।
- মজার ইশকুলের নানান ধাপে দায়িত্ব নিবে, বিশেষ করে ওপেন স্কুল, নানান স্বেচ্ছাসেবী কাজে।
- পরিবার গুলোতে ১ম শিক্ষিত ও আলোকিত মানুষ হবে ।
- এই শিক্ষার্থীরা সবাই দেশকে ভালবাসবে । কারণ, দীর্ঘ ১৩ বছর বিনামূল্যে পড়াশোনা করেছে, এই দেশের মানুষের সহযোগিতায়। খুব কাছ থেকে আমাদের ১৩ বছরের লড়াই দেখেছে।
- এই শিক্ষার্থীরা এক সময় নানান দায়িত্বশীল পদে থাকবে, আমি ততদিন হয়তো থাকবো না , আমরা অনেকেই থাকবো না, এটা দীর্ঘ যাত্রার শুরু।
এই দীর্ঘ যাত্রায় আমরা ডোনারদের কয়েকটি নিশ্চয়তা দিতে চেয়েছি,
- মাঝ পথে আমরা হাল ছাড়বো না, টেকসই উন্নতি নিশ্চিত করবো। করেছি, করছি, করে যাব ।
- আমরা ফোকাস থাকবো, ডানে বামে গিয়ে পথ হারাবো না। হারাইনি, এবং এই চেষ্টা চলবে ।
- আমরা একটি সিস্টেমেটিক প্রতিষ্ঠান হিসেবে অনেক উন্নতি করেছি, যা চলমান থাকবে ।
আমরা বাংলাদেশের জন্য নিবিড় ভাবে কাজ করছি, যা শেষ দিন পর্যন্ত চলবে ।
সব থেকে বড় অর্জন, পথশিশুরা দেশের জন্য বোঝা না বরং সম্পদ , প্রয়োজন একটু মনোযোগ । প্রথম ব্যাচ জবে ঢুকে গেলে সেটা আমরা গর্বের সাথে বলবো ।
আমরা, "লিখতে চাই শুধু শিশু, মুছে দিতে চাই পথশিশু" - এই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে।
বাংলাদেশ চিরজীবী হোক 



Comments
Post a Comment