"If You Want To Change The World, Start With Yourself First"
"If You Want To Change The World, Start With Yourself First"
এরা সবাই উদ্যোক্তা, আপনি চাইলে "ক্ষুদ্র উদ্যোক্তা" বলতে পারেন, বছরে ১০-১২ ধরনের ব্যবসা করে। কারো কারো মূলধন মানে চলতি ক্যাশ ১-২ লাখ টাকা, রিজার্ভ ১০,০০০ - ১,০০,০০০+ করে। এরা সবাই সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলায় - ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিচিত মুখ। জন্ম বেড়ে উঠে সব এখানকার ধুলা বালুতে, বেশীর ভাগের আদি নিবাস ময়মনসিংহ জেলায়।
কোন রকম মাদকের সাথে যুক্ত না বলেই আমি জানি।
শীতের সিজনের ব্যবসা এক তো, গরমে আরেক।
এদের পড়াশোনা রেকর্ড অনানুষ্ঠানিক, বোধ - বুদ্ধি, লড়াই করে ঠিক থাকা সাক্ষাৎ এমবিএ করা অনেকের থেকে বেশী, চাওয়া পাওয়া সীমিত। বেশীর ভাগের বাসা ভাড়া ৩,০০০-৬,০০০। এদের আনুষ্ঠানিক ফোরাম বা ক্লাব নেই, তবে লিডারশীপের দারুণ সব উদাহরণ আছে।
এরা দিনে অনেকটাই ভবঘুরের মত, বিকাল থেকে মধ্য রাতে ব্যবসা, দিন শেষে ১,০০০ - ৫,০০০ লাভ নিয়ে বাসায় ফেরা।
এরা সবাই মজার ইশকুল :: Mojar School শিক্ষার্থী ছিল এক সময়, আমি এদের থেকে শিখছি।
প্রথমে টিকে থাকা, তারপর ভালো করা এবং এক সময় ছাড়িয়ে যাওয়া ।
[ EN ]
"If You Want To Change The World, Start With Yourself First"
These individuals are all entrepreneurs—you could call them "small entrepreneurs." They engage in 10-12 types of businesses annually. Some of them have working capital, meaning cash in hand, of 1-2 lakh BDT, and reserves ranging from 10,000 to 1,00,000+ BDT. They are well-known faces around Suhrawardy Udyan, TSC, Raju Sculpture, and Aparajeyo Bangla—key spots in the Dhaka University area. Born and raised amidst the dust and hustle of this very place, most of them trace their roots back to Mymensingh district.
To the best of my knowledge, none of them are involved with any kind of drugs.
Their businesses vary by season—different trades in winter, others in summer.
Their formal education is limited, but their sense, intelligence, and ability to survive are often greater than those of many MBA graduates. Their desires and ambitions are modest. Most of them live in rented houses costing 3,000-6,000 BDT per month. They have no formal forum or club, yet they present some incredible examples of leadership.
During the day, they often wander like nomads. Their business hours start in the afternoon and continue until midnight. At the end of the day, they return home with profits ranging from 1,000 to 5,000 BDT.
All of them were once students of Mojar School. Now, I am learning from them.
First, survive. Then, do well. And eventually, surpass expectations.
Comments
Post a Comment