মানুষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া
১। মানুষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া
Monday, March 23, 2020 at 03.36pm
খুব বেশী খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, বিগত ৪,০০ বছরের ধারাবাহিকতায় আবার করোনা আসছে। যেখানে ধনী গরীব দেখছে না। সবাইকে এক কাতারে দাঁর করিয়ে দিচ্ছে । কলেরা , ১৮০০ সাল থেকে সারা বিশ্বে মহামারি আকারে কলেরা শুরু হয়।চীন, রাশিয়া ও ভারতে কলেরায় আক্রান্ত হয়ে ৪ কোটি মানুষের মৃত্যু হয়েছে। প্লেগে ১৮৯৪ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে জুন পর্যন্ত প্রায় ৮০ হাজার লোকের মৃত্যু হয়।ইনফ্লুয়েঞ্জা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণামতে, ১৯১৮ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, এর পরিমাণ ১০ কোটির বেশি হতে পারে। ইবোলা ভাইরাস প্রথম বিজ্ঞানীদের নজরে আসে ১৯৭৬ সালে, সেখানে আক্রান্ত ১০০ জনের ভেতর ৮৮ জনই মৃত্যুর কাছে হার মেনেছিল। ২০২০ সালে করোনা , কতদূর যাবে কে জানে ?
শুভ জন্মদিন দাদা।
অনেক কিছু লেখার আছে, সময় সুযোগ হলে লিখেও ফেলবো নিশ্চিত। শুধু এইটুকু মানুষের পাশে থাকার আপনার যে আকুলতা, যে নির্ভরতা হয়ে পাশে দাড়ান।
সব থেকে অসহায় সময়ে, সব থেকে অসহায় মানুষের কাধে অদৃশ্য হাত রেখে, যখন 'শুধু বলেন না' পাশে আছি, পাশে থাকেনও ।
আমি তো বটেই, আমার মুখে যখন একজন আইনজীবীর মানবিক গল্প দিনের পর দিন শত শত তরুণ শুনে তারাও অনুপ্রাণিত হয় মানুষের পাশে থাকার।
অন্ধকার সময়ে যতটুকু আলো আমাদের আশার পথ দেখায় তার অনেকটা দ্যুতি আপনার কাছ থেকে নেয়া।
সুস্থ্য আর দীর্ঘদিন মানুষের পাশে থাকার শুভ কামনা।
আপনার যখন ১০০ হবে, আমার যখন ৮০ তো হবেই, দুই বুড়ো মিলে ১৮০ বছরের কেক কাটবো এক সাথে।
আর আপনার জন্মদিন উপলক্ষ্যে মজার ইশকুল টিম আজকে ( ১৬ সেপ্টেম্বর ২০১৯) কমলাপুর রেলওয়ে স্টেশনের পথশিশুদের বিশেষ খাবার দিবে, আপনার সুস্বাস্থ্যর জন্য প্রার্থনা করবে। সন্ধ্যায় আপনার সাথে আড্ডা দেয়ার অপেক্ষায় একদল তরুণ।
সময়ের প্রয়োজনে
আপনাকে প্রয়োজন
ভালোবাসা দাদা
আরিয়ান,
যে কিনা পথশিশুদের জন্য কিছু করার চেষ্টা করছে প্রতিদিন।
Comments
Post a Comment