মানুষ মাত্রই তার কাঙ্ক্ষিত অর্জন পেয়ে গেলে, দিব্বি ভুলে যায় সে আসলে কি পেলে সুখী হত
১. মানুষ মাত্রই তার কাঙ্ক্ষিত অর্জন পেয়ে গেলে, দিব্বি ভুলে যায় সে আসলে কি পেলে সুখী হত। লিমিট টানতে না পারাই মানুষের সব অসুখের মুল।
আজকে সকালে যখন ওজন ৮৪ কেজি মাপলাম, মনে হলো নরমালই তো। অথচ এই আমি ভালো করে জানি কোন দিন ওজন ৯৭ কেজি থেকে ৮৫ কেজি হবে এটা ভাবলেই, এভারেষ্ট জয়ও সহজ মনে হচ্ছিল।
২. কলেজের পড়ার সময় রসায়ন স্যার প্রায় সময়, "নষ্ট মাইক" ঠিক করার গল্প বলতেন, ২০০৭/২০০৮ সালে ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার হত প্রচুর, জেলা শহর বা বিভাগীয় শহরে রীতিমত প্রতিযোগিতা চলতো, কারা কত বেশী মাইক লাগাবে, আনুপাতিক হারে নষ্টও হত। সেই মাইকের কয়েল ( গ্রামের ভাষায় যেটা কেটে গেলে আর সাউন্ড হয় না ) কেটে গেলে ঠিক করার জন্য দোকানে নিয়ে গেলে ইলেক্ট্রিশিয়ান বা যারা মাইক ঠিক করা বিষয়ে এক্সপার্ট তারা ২ মিনিটের ভিতর কয়েলটা পাল্টে নতুন কয়েল লাগিয়ে দিত, ঠিক হয়ে যেত আগের মত, ৫০০/১০০০ চার্জ করতো, আর লেগে যেত ঝামেলা যা মারামারি পর্যন্ত যেত। এত কম সময়ে এত টাকা চার্জ কেন? তো, স্থানীয় বাজারে সিদ্ধান্ত নিল তারা দ্রুত সময়ে আর মাইক ঠিক করবে না, একদিন রেখে পরের দিন দিত, কাজ কিন্তু একই সময়ের। তখন আর মারামারি লাগতো না।
স্যার আমাদের বুঝাতে মাঝে মাঝে বলতেন, যে অভিজ্ঞ ব্যক্তি মুহূর্তেই সমস্যা সমাধান করতে পারতো আমরা কিন্তু আসলে তাকে টাকা দিচ্ছি না, দিচ্ছি তার অভিজ্ঞতাকে, দক্ষতাকে। কেন না তার এটা শিখতে হয়তো ১২ বছর লেগেছে, মুহূর্তেই সমস্যা খুঁজে বের করতে পারে । আর এই জন্য সবাই তার কাছে মাইক নিয়ে আসে, যদি বিষয়টা দক্ষতার, অভিজ্ঞতার না হত তাহলে যে কেউ করতে পারতো।
এই যে, যে লোক মাইক দিয়ে গেলো পরের দিন আবার আসলো তার দুই দিনের সময়, গাড়ি ভাড়া উভয় গেলো, ঝামেলাও হলো না। দিনের শেষে আসলে কার ক্ষতি হলো? ঐ লোকেরই। ইলেক্ট্রিশিয়ানের না।
দক্ষতা আর অভিজ্ঞতা সব সময় গুরুত্ব দিবে।
৩. কোভিডের পর বিশেষ করে ২০২০ সালের দিকে হাটাহাটি, দৌড়, সাইকিলিং, সাঁতার সব কিছু চেষ্টা করেও ১০০ গ্রাম ওজন কমাতে পারিনি।
এবার যখন অভিজ্ঞ একজনের সাথে মাত্র একদিন ২০/৩০ মিনিট কথা বললাম, ওজন কমানোর আগে ডাক্তারি পরীক্ষা করলাম, খাবার পরিবর্তন করলাম, মানসিক স্ট্রেজ কমালাম ( কাজ কমাইনি ) , এবং ধারাবাহিকতা নিশ্চিত করলাম, যাদুর মত ওজন কমা শুরু করলো, কাজের প্রোডকাটিভি বাড়লো। দৌড়ানোর মত একটা বিষয় উপভোগ করতে থাকলাম।
এই সব কিন্তু আমাদের থেকে যার অভিজ্ঞতা আর মতামতকে গুরুত্ব দিয়েছি তার ক্রেডিট বেশী। কাজটা আমারই করতে হয়েছে, এটা সত্য কিন্তু পথ এই দিকে, এই নির্দেশনাই আমার জন্য যথেষ্ট ছিল। আমার দ্বারা সম্ভব এই অনুপ্রেরণাটুকু দরকার সব সময়। এই জন্যই ২. প্যারার অবতারণা।
আমার চূড়ান্ত গোল ৭৭ কেজি, উচ্চতার ভিত্তিতে। ইনিশিয়াল গোল ৮০ কেজির নিচে আসা ডিসেম্বর নাগাদ, আগেও হতে পারে তবে তারা নেই মোটেই।
আর, মানুষ মাত্রই তার কাঙ্ক্ষিত অর্জন পেয়ে গেলে, দিব্বি ভুলে যায় সে আসলে কি পেলে সুখী হত।
Comments
Post a Comment