"পথশিশুদের আয়ের উৎস"
ঈদের ২য় দিন পর্যন্ত অফিসিয়াল কাজ করে, ছুটি এবং ছুটি শেষে আবার অফিসে ফিরে প্রথমে যা মাথায় এসেছে, "পথশিশুরা ভিক্ষা করে, বড় শিশু কিশোররা ছিনতাই করে, টুকটাক কাজও করে" । এই ভিক্ষা দিয়ে সামগ্রিক চিত্র কি ফুটে উঠে? ভিক্ষার তো নানান প্রকার ভেদ, স্থান - কাল - পাত্র আছে। এবং এই রাস্তায় বেড়ে উঠা শিশুদের আয়ের উৎস কিন্তু শিশু নানানবিধ ভিক্ষাই নয়, বিভিন্ন ছোট বড় অপরাধের সহযোগী হয় তারা, বেশীর ভাগ না বুঝে এবং সময়ের প্রয়োজনে।
১. "পথশিশুদের আয়ের উৎস" এই টাইটেলে কিছু কাজ করার তাগিধ অনুভব করেছি বন্ধের সময় এবং তা জাতীয় ভাবে প্রকাশ করা যায় কি না, তা না গেলেও নিজস্ব পদ্ধতিতে পাবলিকেশন হিসেবে প্রকাশ যোগ্য হওয়া জরুরী।
রাজধানী ঢাকা, এবং চট্টগ্রামে যে সকল স্থানে আমরা কাজ করছি, করেছি প্রাথমিক ভাবে সেই স্থান গুলো নির্ধারিত হতে পারে। নিচের টাইটেল গুলোও সমান গুরুত্বপূর্ণ। ২০২৪ - ২০২৫ বছরে আশা করছি অন্তত প্রতি টাইটেলে ২০ - ৫০ শিশুকে নিয়ে সরাসরি কাজ করা যাবে।
২. পথশিশুদের বাস স্থান
৩. পথশিশুদের মৌলিক অধিকারের সর্বশেষ
৪. পথশিশুদের ভবিষ্যৎ
৫. পথশিশুদের ভবঘুরে জীবন
৬. পথশিশুদের খাদ্য ও স্বাস্থ্য
৭. পথশিশুদের অসুস্থতা ও জরুরী সেবা ( ডাক্তার, পুলিশ ইত্যাদি )
৮. পথশিশুদের জন্য সমাজের ভাবনা ও বাস্তবায়নের রুড় বাস্তবতা
৯. পথশিশুদের প্রথম মাদক সেবনের দিন
১০. পথশিশুদের ছিনতাই ও জেল জীবন
--
এক সমন্বিত গবেষণায় বলা হয় '৯৮ দশমিক ৫ শতাংশ পথশিশুই পুরোপুরিভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত। ক্ষুধার তাগিদে তারা গড়ে ১০ ঘণ্টা কাজ করে এবং ৩৫ শতাংশ পথশিশু ভিক্ষাবৃত্তির সঙ্গে সংশ্লিষ্ট।
আরিয়ান আরিফ / মজার ইশকুল :: Mojar School / ২৬ জুন ২০২৪ / ঢাকা
https://bangla.thedailystar.net/news/bangladesh/news-444806
Comments
Post a Comment