ধন্যবাদ Dhaka Metropolitan Police - DMP এর মানবিক কমিশনার স্যারকে, আমাদের শিশুদের তার ভালোবাসা, স্নেহে স্থান দেয়ার জন্য।
মজার ইশকুল :: Mojar School কিছুদিন আগে একজন রিটায়ার্ড আর্মি অফিসার ভিজিটে এসেছিলেন। স্বাভাবিক ভাবেই জিজ্ঞেস করেছিলেন, কে কি হতে চাও। অর্ধেকের বেশী হাত তুলেছিল পুলিশ হবে।
এর অন্যতম কারন হচ্ছে, ২০১৫ সালের পর Bangladesh Police এর আইজি স্যার ছাড়া সব লেভেলের অফিসার আমাদের শিশুদের জন্য তাদের সময় বরাদ্দ রেখেছেন।
আমাদের মানিকনগর শাখার অবস্থা আরও অন্য রকম, যেখানের অর্ধেকের বেশী শিশুর এইম ইন লাইফ এখন পুলিশ হওয়া, কারনটা অবশ্যই Iftekhairul Islam ভাইয়া Sudip Kumar Chakraborty ভাইয়া ।
যা বলছিলাম, সেই মেজর সাহেব জিজ্ঞাসা করেছিলেন? এত পুলিশ হতে চাওয়ার কারন কি? তখন উপরের ঘটনা গুলোই বলেছি।
৩১ জানুয়ারি ২০২৪ তারিখে মানিকনগর শাখায় সকাল সকাল তিন পুলিশ সদস্য এসে হাজির, চকোলেট নিয়ে। পাঠিয়েন মাননীয় DMP Commissioner Habibur Rahman BPM (Bar), PPM (Bar) Sir.
সব আনন্দের বিষয় হলো, এই পুলিশ সদস্যরা নারী হওয়ায় আমাদের মেয়ে শিক্ষার্থীদের ভিতর উচ্ছ্বাস ছিল অসীম। কথা বলেছে, ছবি তুলেছে, তাদের মতামত লিখেছে পুলিশ নিয়ে, আমার মেয়েরা আরও একটু সাহসী হয়েছে।
ধন্যবাদ Dhaka Metropolitan Police - DMP এর মানবিক কমিশনার স্যারকে, আমাদের শিশুদের তার ভালোবাসা, স্নেহে স্থান দেয়ার জন্য।
Comments
Post a Comment