শাহবাগের পথশিশু , "নূর নবী"র সাথে একদিন

 নূর নবীর সাথে একদিন, মজার ইশকুলের আরিয়ান আরিফ 

১৯ ফেব্রুয়ারি ২০২৪ / সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, ঢাকা, বাংলাদেশ


 নূর নবীর ইচ্ছা হচ্ছে আজকে চিকেন খাবে, আর সেটা আমাকেই খাওয়াতে হবে। এতোটুকু ইচ্ছা পূরণ করতেই পারি, আনন্দের সাথে।



( নূর নবী হচ্ছে সেই শিশুদের প্রতিনিধি যাকে দেখলে একটু আদর করে দিতে ইচ্ছে হবেই, আফসোস লাগবে, এবং শাহবাগ - ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, উদ্যান এলাকায় ২/৩ বছর পর একজন শিশু সবার ফোকাসে থাকে, নজর কারে।

২০১৩ সালে ছিল মারিয়া - মারজিয়া, এরপর সুমাইয়ারা আর ওখন এই নূর নবী। হলুদ, ব্রাজিলের জার্সি পরিহিত।)

চিকেন খেতে গিয়ে মনে হলো, "চিকেন বল"ও তার চাই। এরপর মনে হলো, তার চিকেন থেকে আমাকেও একটু খেতে হবে, না হলে সে খাবে না। মানে আমাকে খাইয়ে দিবে। ফলাফল যা হলো, প্রায় সবার চিকেন থেকে আমাকে একটু একটু করে খেতে হলো। এই ভালোবাসার আবদার না রাখার কোন উপায় আমার জানা নাই।

এই যে আবদার করে কিছু পাওয়া, হোক সেটা সামান্য চিকেন, যে আবদার পূরণ করছে তার প্রতি আরেকটু বেশী ভালোবাসা দেখানো, এই সব ভালো কর্ম গুলো রাস্তায় বেড়ে উঠতে উঠতে এই শিশুরা শিখে যায়। অনেক ধনী, শিক্ষিত ফ্যামিলিতে এই সময়ে এই বিষয়টা আপনি মিস করবেন, কারন তাদের গ্রোমিং হয় একা বেড়ে উঠায়, এই শিশুদের লড়াইয়ের ১% তারা দেখে বড় হয় না।
২০১৩ সাল থেকে মজার ইশকুল :: Mojar School এ কাজ করতে করতে দেখেছি, জেনেছি এই পথে থাকা শিশুরা পরস্পরকে কেয়ার করে, খাবার নিয়ে মারামারি যতটা না করে নিজেদের ভিতর শেয়ার করে তার বেশী। বাস্তুহারা বয়স্কদেরও এই গুণ না থাকলে কোমল মনের শিশুদের থাকে।

নূর নবীকে দিন রাতে ৭৫% সময় টিএসসির আশে পাশেই পাওয়া যাবে আর সোমবার বিকেল করে নিয়মিত মজার ইশকুলে।

নূর নবীদের সাথে দেখা হলেই বুঝি, আরও অনেকটা দীর্ঘ পথ হাটতে হবে। এবং হাটঁবো।












Comments