"Sustainable success depends on process, not how much you earn." - Arian Arif

 

একটা প্রতিষ্ঠানের সফলতা হচ্ছে তার কাঙ্ক্ষিত ফল, যেমন বাৎসরিক আয় ১,০০ কোটি টাকা। খালি চোখে এটা সফলতা যে একটা প্রতিষ্ঠানের বাৎসরিক আয় ১০০ কোটি টাকার সমান। এই একই পরিমাণ টাকা নিয়েও একটা প্রতিষ্ঠান ব্যর্থ হতে পারে, যদি এই আয়ের ৮০ কোটি টাকা অলস পরে থাকে, পরের বছর অন্তত ১০-২৫% গ্রোথ না হয় বা না নিশ্চিত করা যায়।

এই যে শুরুতে বললাম, কাঙ্ক্ষিত ফল পেলেই সেটা সফল প্রতিষ্ঠান আবার নিচের লাইনেই বলছি সেই টাকা কাজে না লাগাতে পারলে এবং গ্রোথ নিশ্চিত না করা গেলে একই টাকা নিয়েও প্রতিষ্ঠান ব্যর্থ হতে পারে বা হয়।

তাহলে উপায়?
উপায় হচ্ছে বা সমাধান হচ্ছে, প্রোসেস। এই টাকাটা পরিকল্পিত ভাবে আয় করা হয়েছে কি না। যেখান থেকে যত আয় করার কথা সেখান থেকে হয়েছে কি না, যেখানে যেভাবে ব্যয় এবং ROI ব্যাক করেছে কি না সেটা নিশ্চিত করা না গেলে, এত বড় প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যেতে পারে।

দ্রুত রিলেট করা যাবে এমন একটা উদাহরণ হচ্ছে বিশ্বব্যাপি স্টার্টাট আপ গুলো, এক বছরে হয়তো ১,০০০ কোটি টাকা পাচ্ছে। মার্কেট বড় হচ্ছে কিন্তু কেউ জানে না পরের বছর টাকা পাবে কি না। একই সাথে এই টাকা যে যে স্থানে ব্যয় ( বিনিয়োগ** ) করা হয়েছে সেখান থেকে কাঙ্ক্ষিত রিটার্ণ নিশ্চিত করা যাবে কি না, এই ব্যাপারে নিশ্চিত হতে না পারায় মুখ থুবরে পড়ছে। কারন এক বছর গ্রোথ হয়তো ৬০০%, পরের বছর গ্রোথ ০% ফাইনান্সিয়ালি।

সুতরাং বড় টিম, পুরানো টিম, এক বছরে বা একাধিক বছরে অনেক আয় একটা প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করে না, বরং প্রতি বছর মিনিমাম পজিটিভ গ্রোথ উইথ প্রোসেস না হলে কোন প্রতিষ্ঠান টেকসই না।
এটা ফাইনান্সিয়াল প্রোসেসের একটা অংশ, একাউন্টস না।
এইটুকু যা ক্লিয়ার বুঝে, তারা হারায় না সহজে।

Comments