অভিনন্দন Professor Yongxin Zhu - yidan prize

 


Yidan Prize সম্পর্কে প্রথম জানতে পারি ২০১৯ সালে যখন বাংলাদেশ পায়, স্যার ফজলে হাসান আবেদের হাত ধরে। এরপর থেকে নজর ছিল, একদিন সময় নিয়েও ঘাটাঘাটি করেছি।


কিন্তু তখনো এতটা আগ্রহ ছিল না যতটা আগ্রহ এখন, যখন দেখলাম ভারতের পথশিশুদের নিয়ে কাজ করা প্রথম এডুকেশন ফাউণ্ডেশন Pratham Education Foundation , এটা আমার জন্য একটা ধাক্কা ছিল। কারন এটার পরিচালকদের অনেকেই Phd হোল্ডার, ভাবনায় নতুক খোরাক আসলো। ২০২১ সালের yidan prize পেয়েছিল তারা।

আজকে সকালেই দেখলাম ২০২২ সালের yidan prize পেয়েছে একজন চাইনিজ এডুকেটর।

শিক্ষা ক্ষেত্রে নোবেল হিসেবে পরিচিত yidan prize।

এই yidan prize আমার ভাবনায় যতটা না , তার থেকে ৯০% বেশী প্রতি বছর এই কারনে সারাবিশ্বের দারুণ সব কাজের খোঁজ পাওয়া যাচ্ছে যা অথেন্টিক।

আমি একটা কথা প্রায় বলি, "জীবনের অভিজ্ঞতা গুলো গুরুত্বপূর্ণ, পরের ধাপে যাওয়ার জন্য। প্রতিবার পথ তৈরি করে আগানো অনেক সময় ভুল পথেও পরিচালিত করে, কখনো কখনো অগ্রজদের পথে হেঁটে লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। "পুরানো চাল ভাতে বাড়ে" বলে একটা প্রবাদ আছে না?"

আপনি কোন দিন দেখবেন না, জানবেন না, বাংলাদেশ থেকে আপনাকে এক অধম অভিনন্দন জানিয়েছে তবুও অভিনন্দন Professor Yongxin Zhu


Chen Yidan এর নামানুসারে yidan prize দেয়া হয়। ২০১৬ সালে শুরু হয়, ২০১৭ সালে প্রথম দেয়া হয়। যার প্রাইজ মানি US$3.9 million।

Chen Yidan একজন চাইনিজ উদ্যোক্তা, He is a co-founder of Tencent, founder of the Chen Yidan Charity Foundation, and founder of the Yidan Prize Foundation.



Comments