Never Quit

কেউ থাকতে চায় না, তাকে জোর করে জীবনে রাখতে গেলে ব্যক্তি হিসেবে আপনার উপর প্রেশার পরবেই।

 


কেউ থাকতে চায় না, তাকে জোর করে জীবনে রাখতে গেলে ব্যক্তি হিসেবে আপনার উপর প্রেশার পরবেই।

খুব আপনজন, সমাজের কারনেই শৃঙ্খলা বজায় রাখা ব্যক্তির দায়িত্ব। তবে এখানেও যদি মানিয়ে না নিতে পারেন, নিজেকে গুটিয়ে নেয়া দোষের কিছু না। কারন ফিরলে, আবার সব ফিরে পাবেন। আর কোন কিছুই আগের মত থাকে না, সময়ের কারনেই পরিবর্তন সুন্দর।

ধরেন, আপনাকেই আপনার মত বুঝে না, ভালোবাসে না। তবুও জীবনের জয়গান গাইতে হবে। কারন, এই সময়টা কেটে গেলেই অনেকেই আপনাকে ভালোবাসবে, তার ভিতর আপনার মতই ভালোবাসবে এমন কেউও নিশ্চয়ই থাকবে। আশাহত হবেন, হন। কিন্তু আশাহীন হওয়া যাবে না।

জানেন তো অবশ্য, জীবনে কোন কিছুই স্থায়ী না। ভালো সময় যেমন থাকে না, খারাপ সময়ও থাকে না। নিরাবিচ্ছিন্ন একই ধরণের জীবন এই ধরায় কারো নেই।

উপরের কোন কিছুই যখন আপনার সাথে যায় না, ছেড়ে দেয়াই সমাধান মনে হয়। তাই করুন।

শুধু একটা জিনিস করবেন না, তা হচ্ছে সুইসাইড। এই একটা জিনিস যা ফিরে আসে না একবার গেলে।

সামাজিক সংজ্ঞায় যদি আপনার জীবন না চলে, তবে নিজের সংজ্ঞা নিজে তৈরি করুন।

ব্যক্তিগত জীবনে আমরা প্রায় সবাই মনে করি, সব কিছু যা অসহ্য তা বুঝি শুধু নিজের সাথেই ঘটে। বাস্তবতা হচ্ছে, আমরা সবাই প্রচলিত সব সমস্যা একই আকারে শুধু ভিন্ন সময়, ভিন্ন ভাবে ফেস করি। বিশ্বাস করেন, সব থেকে হাসিখুশি থাকা মানষের কষ্ট, খারাপ সময় সব থেকে দুঃখে থাকা মানুষের মতই।

একজন হেরে যাবে জেনেও চেষ্টা করে, অন্যজন হেরে যায়।

মজার ইশকুল :: Mojar School পরিচালনা করতে গিয়ে আমি যত সমস্যা ফেস করিছি, তার ১০% হয়তো অন্য কোথাও জব করলে হত না।

ওয়েট, এটা আগের বিশ্বাস। এখন জানি এবং মানি। যার যার সমস্যা তার তার কাছে বড় এবং সমান। পরিচালনা না করে, কারো অধীনে জব করলেও আমার ধারণা সমস্যার ধরণ একই হত, হয়তো ভিন্ন ভাবে।

আল্লাহ্‌ কাউকে এত বড় সমস্যা দেয় না, যা তার বান্দা ফেস করতে পারে না। কারন সে পরীক্ষা নেয় মাত্র।

পরামর্শ না, অভিজ্ঞতা থেকে বলছি। শুধু একটা জিনিস করবেন না, তা হচ্ছে সুইসাইড। এই একটা জিনিস যা ফিরে আসে না একবার গেলে। প্রয়োজনে, সব মানে সব বাদ দিয়ে একা হয়ে যান, এই প্রতিজ্ঞা রাখেন আপনি পারবেন।

সবাইকে নিয়ে ভালো থাকা ভালো, এই সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই কখনো কখনো "একা ভালো থাকাও জরুরী"। ক্লান্ত হয়ে গেলে, সব নিয়ন্ত্রনহীন হয়ে গেলে জাষ্ট একা দম নিয়ে কোন রকম বেঁচে থাকেন, ফিরতে আপনি পারবেনই।

Never Quit

#neverquit

নিচের ছবিটা বাংলাদেশের একমত্র কোরাল দ্বীপ সেন্টমার্টিনের, আর পর্যটক হিসেবে পুরো দ্বীপে আমি একা! ২০২২ সালের কোন এক সময়। ২০২১ সালের শেষ দিক থেকে শুরু করে ২০২২ সালের কিছুটা সময় আমার লাইফের একটা অসহ্য সময় কাটিয়েছি। শ্রেফ, ১ জন মানুষ ছিল না যার হাত ধরা যায়। টানা ১০ দিন অফ সিজনে গিয়ে সেন্ট মার্টিন থেকে এসেছিলাম, অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করেছি। মানুষের প্রতি প্রত্যাশা, রাগ, অভিমান কমিয়ে বা শূন্য করে একটা ফ্রেশ মানুষ ঢাকায় এসেছিলাম।

আমার জায়গায় অন্য কেউ থাকলে ধারণা করি, সুইসাইড করতো। আমি নিজেকে ভালোবাসি, এটা বলার জন্য বলি না।

Comments