পথশিশুদের জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানির এগিয়ে আসা - মজার ইশকুল :: Mojar School x KFC Bangladesh

 একটা দুর্দান্ত মাস ছিল আগস্ট ২০২৩, নিয়মিত মজার ইশকুল :: Mojar School এর সাথে আরও ৮ টি স্পষ্টে কর্পোরেট কোম্পানির সহযোগিতায় আমরা ১৮৬৫ জন পথশিশুকে যুক্ত করতে পেরেছি। এই যুক্ত করণ প্রক্রিয়ায় বিনামূল্যে শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, নিরাপদ পানি, বাথরুম ব্যবহার নিশ্চিতসহ জরুরী অনেক গুলো বিষয় নিশ্চিত করতে পেরেছি।




রাজধানী ঢাকায় আমার নিয়মিত এক্সিস বেড়েছে, আমরা ঢাকা, ভোলা, ময়মনসিংহের বাহিরে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে মজার ইশকুল নিশ্চিত করতে পেরেছি।

যেখানে আমরা ন্যাশনাল কারিকুলামে ক্লাস এইট পর্যন্ত পড়াই, ফর্মাল স্কুল একাধিক, সেখানে এই আপডেট কেন গুরুত্বপূর্ণ সেটাই লিখছি।


 

১. মজার ইশকুল পথশিশুদের জন্য। যারা সব থেকে নিম্ন লাইফ লিট করে, কোন আশে দেখে না, দেশের জন্য বোঝা হয়ে বেড়ে উঠে এবং বড় হওয়ার পর আর চাইলেই স্বাভাবিক জীবনে ফিরতে পারে না, নানান অপরাধমূলক কর্মকান্ডে জড়ায়। সোজা কথা, আমরা রুট লেভেলে আমাদের কাজের পরিধি বাড়াতে সব সময় সচেষ্ট। সমস্যা হয়ে দাঁড়ায় ফান্ড, এই কাজের ফলাফল স্থায়ী ইশকুল গুলোর মত তাৎক্ষনিক দেখানো যায় না, দীর্ঘ মেয়াদে দেখানো যাবে তাও নিশ্চিত করা কঠিন, সেই জায়গায় মাত্র এক মাসে প্রায় দুই হাজার শিশুকে যুক্ত করতে পারা বড় ধরনের অর্জন।

২. এই প্রোজেক্টের বয়স ৯ মাসে পড়লো, শুরু করে ধাপে ধাপে আমরা উন্নতি করছি।

৩. এই প্রজেক্ট আমরা করতে চাই, চেয়েছি, চাইবো কিন্তু এর বাস্তবায়ন সম্ভব হয়েছে একজন কর্পোরেট সিইও এর কারনে। দুঃখের বিষয় হচ্ছে সে বাংলাদেশী নয়, এটা আফসোস। আমরা এই বিষয় গুলো এখনো ভাবতে পারি না। এই প্রোজেক্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় একটা স্ট্রং পোর্টফোলিও ফর অল বাংলাদেশী মাষ্টারমাইণ্ড যাদের দেখাতে পারবো এভাবেও ভাবা যায়, এভাবেও CSR হয়, শুধু বিচক্ষণ আর ভিশনারী হতে হয়। আমি আত্মবিশ্বাসী বাংলাদেশী কোম্পানীকেও আমরা এই ধরনের ওপেন পয়েন্টের পাশে দীর্ঘমেয়াদে পাবো। আগে আমাদের কোন রেফারেন্স ছিল না, এখন রেফারেন্স, পোর্টফওলিও এবং ইমপ্যাক্ট এবং কিভাবে CSR ডিজাইন করে কোম্পানীর জন্য ভালো হয় সাথে শিশুদের জন্যও তা দেখাতে পারবো।

৪. ৯ মাসে আমরা অনেক গুলো চ্যালেঞ্জ খুঁজে বের করে তার সমাধান করতে কাজ করছি, যা আমাদের যে কোন কাজের নিয়মিত উন্নতির জন্য করে থাকি।

৫. মজার ইশকুলকে মানুষ অনেক ডোনেট করুক, এটার থেকেও বেশী চাওয়া দেশের মানুষ জানুক একটি প্রতিষ্ঠান আছে যারা এক দশকের বেশী সময় ধরে ডেডিকেটেড ভাবে শুধু পথশিশুদের জন্য কাজ করছে আর সে প্রতিষ্ঠানের নাম মজার ইশকুল। ব্যস, বাকী পথ এমনি তৈরি হয়ে যাবে।

#MSKFCSP
#Shopnerpathshala
#MojarSchoolKFCShopnerPathshala

Comments