পথশিশু মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য

 আজকে একটা ভালো দিন, আগামীকাল কি হবে তার যেহেতু নিশ্চয়তা নেই। তাই মনে হলো আজকেই লিখে ফেলি।




আজকে মজার ইশকুল :: Mojar School ৭৭৫ জন শিশু খাবার খেয়েছে। যা আগামী দিনে ৮০০-৯০০ জনে পৌঁছাবে বলে আশা। এই সংখ্যা একদিনের হলে এটা কোন তথ্য হত না, এটা মাসিক বা বাৎসরিক হিসেবে নিয়মিত হতে চাচ্ছে, যা আমরা করোনার আগে করতে পেরেছিলাম।

এইটা বেশী আনন্দের নিউজ এই জন্য যে আমরা সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের খাবারকে গুরুত্ব দিয়েছি, যাতে তারা শিক্ষাকে গুরুত্ব দেয়।

কেউ যদি বিশ্বাস করেন কোন শিশুকে শুধু খাবারের লোভ দেখিয়ে প্রাক প্রাথমিক থেকে ক্লাস এইট পর্যন্ত নিয়ে আসা যায়, তাকে আমি অবুঝ শিশু বলতে চাই। আমরা খাদ্য আর শিক্ষাকে যুগল বন্ধি করতে কাজ করছি। পড়াশোনা শিখলে খাবার নিশ্চিত হয়, সহজ হয় এই মন্ত্র সকল অশিক্ষিত, অসচেতন গার্ডিয়ানদের বুঝাতেই না শুধু, বিশ্বাস করাতে কাজ করছি।

ফলাফল আসবে, এমন প্রাথমিক পর্যায়ে মজার ইশকুল নেই। ফলাফল এসেছে এমন পর্যায়ে আছি আমরা।

আনন্দিত হওয়া বিষয় হচ্ছে, আমরা এই কার্জক্রম দীর্ঘ মেয়াদে স্থায়ী রূপে করার চেষ্টা করছি।

খোলা আকাশের নিচে পরিচালিত ইশকুল, স্থায়ী ন্যাশনাল কারিকুলাম বেজ ইশকুল, প্রোজেক্ট ভিত্তিক ইশকুল , সব গুলোকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে গড়ে তুলতে কাজ করছি, যেকোন প্রোজেক্টে শিফট করছি না, এড়িয়ে যাচ্ছি না সমস্যা, অর্থ প্রয়োজন তবুও আমরা লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছি, যে কোন মূল্যে যে কোন প্রোজেক্টে অর্থে নয় ।

সংশ্লিষ্ট ডোনারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, যে তারা খাদ্য কার্যক্রমের গুরুত্ব বুঝে মজার ইশকুলের পাশে দাঁড়িয়েছে।

যদিও এখনো আমরা আমাদের আওতাধীন শতভাগ শিশুর জন্য প্রতিদিন খাবার নিশ্চিত করতে পারিনি, তবুও শুকরিয়া। এবং আমরা চেষ্টা চালাচ্ছি যাতে ১০০% শিশুর জন্য খাবার নিশ্চিত করতে পারি।

তাহলেই, মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আমাদের জন্য সহজ হবে। সফল না হওয়া পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে যাব। আর আমাদের লক্ষ্য পরিবর্তন করবো না, পথশিশু মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য।

Comments