আপনি যদি যোগ্য হন, কেউ আসলে আপনাকে আটকাতে পারবে না
আপনি যদি যোগ্য হন, কেউ আসলে আপনাকে আটকাতে পারবে না। সময় আর সুযোগ কখনো কখনো এক্সট্রা মাইলেজ দেয়, তবে অযোগ্য কাউকে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।
অন্য কারো জন্য আপনি আগাতে পারছেন না, এই ভাবনা আটকে না থেকে, ঘাটতি গুলো নিয়ে কাজ করুন। অভিযোগ করে, অভিমান করে বেশী দূর আগানো যায় না। সামনে যাওয়ার একমাত্র উপায় অনবরত চেষ্টা করা, বিরামহীন ভাবে।
মনোযোগ এবং দ্রুত শিখতে পারার গুণ খুব গুরুত্বপূর্ণ। এই দ্রুত শেখার ব্যাপারটা খুবই অল্প মানুষের জন্য ন্যাচারাল, মানে কম এফোর্ট দিয়েও ভাল ফল পায়। কিন্তু বেশীর ভাগ মানুষকে, আমার ধারণা ৯০-৯৫% মানুষকে রীতিমতো ঘাম ঝড়িয়ে অর্জন করতে হয়।
বেড়ে উঠার পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু নির্বাচন, ফ্রি সময় কাটানোর স্টাইল ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে একজন মানুষ কেমন হবে।
দক্ষিণ এশিয়ার একটা ছোট দেশ বাংলাদেশ, যেখানে ভৌগোলিক কারনে সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব না। এই গুলা অযুহাত হিসেবে না দেখে বাস্তবতা হিসেবে মেনে নিয়েই প্রস্তুতি নেয়া শ্রেয়।
মানুষ একডেমিক শিক্ষা ও বই পড়ে সাহস পায়, প্রস্তুতি নেয়, ভিত্তি তৈরি হয়, সে জানে কি কেন কিভাবে? কিন্তু যা শিখে কেউ সার্ভাইভ করে, তা মানুষ দেখে শিখে।
একটা উদাহরণ দিতে পারলে ভাল হত।
বেশীর ভাগ ক্ষেত্রে দেখবেন, ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হয়। রিকশা চালকের ছেলে রিকশা চালক। কেন হয়? খুব সহজ করে বললে সে তার পরিবেশ থেকে এই বিষয়ে যত দ্রুত সাপোর্ট পায় নতুন একটা বিষয়ে সেটা পাওয়া অনেকটাই অনিশ্চিত। এবং আন্তরিক পরিবেশও পাওয়াও প্রায় অসম্ভব।
নিজেকে উদাহরণ হিসেবে দেখার কোন যোগ্যতাই নেই, তবুও আমি বিগত ১১ বছর সব সময় দেশ বিদেশের কয়েকশ লিডারকে অনলাইন, অফলাইনে অব্বজার্ভ করি, তারা কি কেন করে যতটুকু দেখতে পাই সেটা নিজের মত রিজার্ভ করি, এনালাইসিস করি। প্রতিটি কথা, স্টেপ বিবেচনায় রাখি। শিখি, নিজের মত করে নিজের কাজে ইম্পলিমেন্ট করি। এটাই আমার শেখার স্টাইল। বই পড়ার ক্ষেত্রেও বায়োগ্রাফি আমার ১ম পছন্দ, কারন যদি কোন বইয়ে লেখক কোন সমস্যা এবং সমাধান নিয়ে লিখে সেটা আমাকে নানান ভাবে হেল্প করে।
আমার শেখার জার্নিটা সচেতন ভাবেই চলমান।
একটা মানুষ তখনি অধ:পতনের দিকে আগায়, যখন সে বিশ্বাস কতে ফেলে সেই সেরা, সেই সব জানে, তার নতুন কিছু শেখার নাই। আমি মুখে বলার কথা বলছি না, বিশ্বাস করার কথা বলছি। সেই উত্তম, যে নিজেকে আরেকটু শানিত করতে চায়।
#এলোচিন্তা #fridaynote
Comments
Post a Comment