কখনোই আশা হারাবেন না ।
১. "ছোট্ট জীবনে এমন সব ঘটনা ঘটবে, হয়তো তার জন্য আপনার কোন প্রস্তুতি থাকবে না" ❤ তাই চলতি পথে শুধু ভালো মুহূর্ত গুলোকে আগলে রাখুন, বাকী সময় গুলোকে অভিজ্ঞতা হিসেবে লিপিবদ্ধ করুন, সে ভালো কি খারাপ তাতে কিছুই যায় আসে না। " লড়াই চালিয়ে যাওয়ার নামই সফলতা, যখনি হাল ছেড়ে দিবেন সেদিন থেকেই আপনি একজন পরাজিত মানুষ।"
কখনোই আশা হারাবেন না ।
২. এমন না যে বহুমুখী প্রতিভার অধিকারী বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজসংস্কারক, একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারকে চিনি না, বা আগে কথা হয়নি। হয়েছে।
তবে বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ স্যার সময় নিয়ে মজার ইশকুল :: Mojar School কি অসাধারণ কাজ করছে, সেটা যখন স্যারকে বর্ণনা দিচ্ছিল, তখন সত্যি বলছি একটু গর্ব হচ্ছিল, আবদুল্লাহ আবু সায়ীদ স্যারও মুগ্ধ হয়ে শুনছিলেন। কিছু সম্পূরক প্রশ্নও করেছিলেন, এবং ইশকুল ভিজিটে আসবেন নিশ্চিত করেছেন।
বলার মত কোন অর্জন জীবনে এখনো নেই, তবে দারুণ সব স্মৃতি আছে যা নিয়ে সত্যিই আমি গর্বিত ।
দুই স্যারকেই শ্রদ্ধা ও সম্মান
আরিয়ান আরিফ
১১ জুলাই ২০২৩
Comments
Post a Comment