"সোশ্যাল মিডিয়া জাস্টিস" - একটি অন্ধকার ভবিষ্যৎ

 



আমি নিজে ধুমপান করি না, মাদক বা নেশা জাতীয় দ্রব্য আজকে পর্যন্ত কোন দিন গ্রহণ করিনি। আমি কাজ করি যে শিশুদের জন্য, বিশেষ করে যারা খোলা আকাশের নিচের মজার ইশকুল :: Mojar School এ পরে তারা প্রায় সবাই কম বেশী নানান ধরনের মাদকে আসক্ত।


এবার কেউ যদি কখনো অভিযোগ তোলে, Arian Arif মাদক নেয়, বড় বড় যুক্তিবিদ আর অভিজ্ঞ এবং জ্ঞানীগুণী বলে যাদের মানেন বা মানি, তারাও এটা বিশ্বাস করবে যে আমি ধুমপান করি, মাদক নেই।

শুরুটা হবে অবিশ্বাসের সুরে বিশ্বাস থেকে এভাবে, "আগে করেনি বলে, এখন করবে না, এটা তো হতে পারে না", "ভাই রে ভাই কত দেখলাম ১১ বছর যে সব নিয়ে কাজ করে, সেখানে এই বাচ্চাদের থেকে ফ্রিও পাইতে পারে। ফ্রি জিনিস কে না খায়!" এমন কয়েকশ সোশ্যাল মিডিয়া জাস্টিস বা "অবিশ্বাসের সুরে বিশ্বাস" লেখা সম্ভব।

আইন আদালত ছাড়াও, "সোশ্যাল মিডিয়া জাস্টিস" শব্দটাকে চাইলে মাথায় রাখতে পারেন, যা এক সময় ভিলেজ পলিটিক্স ছিল, তার বৃহৎ আয়োজন এই "সোশ্যাল মিডিয়া জাস্টিস" সভ্যতার উপহার।

এই থেকে বাঁচার একমাত্র উপায়, কিক দেম অল বাস্টার্স ফ্রম ইওর লাইফ যারা "অবিশ্বাসের সুরে বিশ্বাস" নিয়ে আপনাকে ভালো পরামর্শও দেয় না, গাইড করে না, আবার অন্ধকার সময়ে চিৎকার করে বলে উঠে "আগেই বলছিলাম, গুরুত্ব দেন না"

Comments