সাংবাদিক ও ব্যবসায়ী "নাদিম মজিদ" এর চোখে ১১ বছরের "মজার ইশকুল"
১.
মজার ইশকুল, একটি শিক্ষা প্রতিষ্ঠান। কাজ করে পথশিশু নিয়ে। বর্তমানে ১২ টি শাখায় প্রতিষ্ঠানটির পাঠদান চলছে। তাদের শিক্ষার্থী সংখ্যা ২১০০। তার ভিতরে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করছে ১০৫০ জন। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন পা দিয়েছে ১১ বছরে।
২.
আমার সাথে প্রতিষ্ঠানটির সম্পর্ক ২০১৪ সাল থেকে। সে বছর কমলাপুরে মাটিতে বসে পাঠদান করার অবস্থা দেখে এসেছিলাম। প্রতিষ্ঠানটি নিয়ে জাতীয় পত্রিকায় প্রথম ফিচার আমি করেছিলাম।
৩.
৪.
ফেসবুক এবং লিংকডইনের মাধ্যমে প্রতিষ্ঠানটির আপডেট পাই। বছরে দুয়েকবার প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফের সাথে কথা হয়। কয়েকদিন ধরে মনে হল, তাদের কার্যক্রম স্বচক্ষে দেখে আসি। সে হিসেবে আজ গিয়েছি তাদের আগারগাঁও শাখায়।
৫.
একসময় আবেগের বশে চালু করা একটি সংগঠন মজার ইশকুল এখন সাসটেইনেবল সংগঠনে পরিণত হয়েছে।
মাটিতে বসে ক্লাস করা শিক্ষার্থীরা এখন বেঞ্চে বসে ক্লাস করছে। ক্লাসে উপস্থিতি ৯০% য়ের উপরে।
প্রতিষ্ঠানটির জন্য শুভ কামনা থাকল।
Comments
Post a Comment