OPPO = OnePlus + Nothing Phone

 ৩৩ বছর বয়সের Carl Pei আর ৪৭ বছর Pete Lau দুইজন ফাউন্ডার। প্রথম জন তুমুল সারা জাগানো নাথিং ফোনের জন্য, অন্যজন ওয়ানপ্লাস ফোনের জন্য। এই নাথিং ফোন ভালো নাকি আইফোন ভালো এটা নিয়েও নেট দুনিয়াও তুমুল আলোচনা হয়েছে শুরুতে, ওয়ানপ্লাসের জন্য হয়েছিল বাজেট ফ্ল্যাগশীপ ফোন হিসেবে যার ক্যামেরা ছিল বাজেটের হিসেবে সেরা এবং ডিজাইন ইউনিক।



আমার থেকে একটু বড় Carl Pei ১৯৮৯ সালে চায়নায় জন্মগ্রহণ করলেও এখন সে সুইডেনের নাগরিক। ২০১০ সালে নোকিয়াতে মাত্র ৩ মাস চাকরি করে মার্কেটিং এ, এরপর মাইজু নামে একটি প্রতিষ্ঠানে এবং ফাইনালি ২০১১ সালের নভেম্বর মাসে অপ্পো মোবাইলে যুক্ত হয় যেখানে তার রিপোর্টিং বস ছিল Pete Lau ( 47 )।


অপরদিকে Pete Lau ( 47 ) ১৯৭৫ সালে চায়নায় জন্ম গ্রহণ করে অপ্পোতে এক দশকের বেশী কাজ করে ২০১৩ সালে জব ছেড়ে দেন, শুরু করেন নতুন মোবাইল কোম্পানি নাম OnePlus. যেখানে Carl Pei ( 33 ) & Pete Lau ( 47 ) Co Founder.

এখানেই শেষ না, ২০২১ সালের জানুয়ারি মাসে এসে Carl Pei ( 33 ) শুরু করেন Nothing Phone

ওয়ানপ্লাস কোন সন্দেহ ছাড়াই সেরা ফোণ গুলোর একটা, হার্ডওয়ার ইঞ্জিনিয়ার Pete Lau ( 47 ) এবং তার টিম এটাকে গ্রাহকের দারুণ আস্থার জায়গায় নিয়ে গেছে । এই মানুষ গুলোর বয়স দেখুন, আর তাদের উদ্ভাবন, উত্তরণ আর পরিবর্তনের ক্ষমতা দেখুন। এটাকেই বলে সঠিক পরিবেশ।

দুই ফাউণ্ডারের ফাঁকে OPPO কে নিয়ে এক লাইন, অপ্পো ২০০৪ সালে যাত্রা শুরু করলেও অনুমতি নিয়েছিল ২০০১ সালে । ২০১৬ সালেই উৎপাদনের দিক দিয়ে সর্বোচ্চ ছিল অপ্পো, সারা বিশ্বে ২,০০,০০০ বেশী আউটলেট আছে। অপ্পোর ফাউন্ডার Tony Chen সহ ৩ জনকে নিয়ে একটা লম্বা লেখা লিখে রাখতে হবে, সময় করে।

কি করলাম জীবনে!!  

Comments