Short Story About Mojar School Since 2013
Good morning, Bangladesh.
Let me tell you a story about Mojar School. We spent 11 years there before it closed. Would you call it a short journey? A decade ago, how many people believed that the most disadvantaged children on the streets could learn to use a computer, become skilled, and get an education?
Or, can you imagine a room full of students in school uniforms where there used to be classrooms in the dirt, smelling of cigarettes?
Even today, we stand in line at places like Shahbagh, Kamalapur, Sadarghat, Dhanmondi, Airport Railway Station, and Tejgaon Railway Station, singing "Our golden Bangla, I love you..." from deep within our hearts. Hundreds of students in bright clothes dream of a better future for Bangladesh in their own fields. It must be a great achievement.
At Kazi Char of Manpura, our only School is spreading free education to students in the region. It's the only school that's identified the root of the problem and it's still providing education for free in 2023. Would you call this journey easy?
A group of teenage boys and girls set the slogan "Food, Education, Technology" a decade ago to achieve their target level. Is there any chance we could underestimate the team effort?
We still have a long way to go, but this is just the beginning. We want to keep trying until the very end.
শুভ সকাল, বাংলাদেশ।
আমি শুধু মজার ইশকুল :: Mojar School এর গল্প বলি। বন্ধ হয়ে যাওয়ার আগে আমরা কাটিয়ে দিচ্ছি ১১ টা বছর, এটাকে কি আপনি ছোট যাত্রা বলবেন?
এক দশক আগে ঠিক কত জন বিশ্বাস করেছিল, রাস্তায় শুরু হওয়া সব থেকে সুবিধাবঞ্চিত শিশুটি কম্পিউটার ব্যবহার করবে, কাজ শিখবে, দক্ষ হবে।
অথবা,
যেখানে মাটিয়ে ত্রিপল বিছিয়ে ময়লায় ক্লাস হত, খালি গায়ে, সিগারেটের গন্ধে সেখানেই স্কুল ড্রেস পরিহিত রুম ভর্তি শিক্ষার্থী থাকবে।
অথবা,
আমরা আজও শাহবাগ, কমলাপুর, সদরঘাট,ধানমণ্ডি, এয়ারপোর্ট রেলওয়ে ষ্টেশন, তেজগাঁও রেলওয়ে ষ্টেশনে যেভাবে সারি করে ভিতর থেকে গেয়ে উঠি, "আমাদের সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি............" " জন্মের পর যে বাংলাদেশ আমি দেখিয়াছি, মৃত্যুর সময় তার থেকে উন্নত বাংলাদেশ রাখিয়া মরিতে চাই।", এই সকল স্থান সরকারী এবং অস্থায়ী আজ আছি কালকে নাও থাকতে পারি করে করেও এক দশক ঠিকই আছি। একই সাথে নিজেদের মাঠে কয়েকশত শিক্ষার্থী রজ্ঞিন পোশাকে আমরা আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি। এটা নিশ্চয়ই বড় অর্জন।
অথবা,
মনপুরার কাজির চরে, সমস্যার মূল চিহ্নিত করতে আমাদের একমাত্র ইশকুল, ২০২৩ সালেও একমাত্র হয়ে সেই অঞ্চলের শিক্ষার্থীর বিনামূল্যে শিক্ষার আও ছড়িয়ে যাচ্ছে, এই যাত্রাকে আপনি কি সহজ বলবেন ?
অথবা,
একদল সদ্য কৈশোর পেরোনো ছেলে মেয়ে যে শ্লোগান নির্ধারণ করেছিল, "খাদ্য - শিক্ষা - প্রযুক্তি" এক দশকে সেই লক্ষ্য মাত্রা অর্জনে কত শত ঘাত প্রতিঘাত পেরিয়ে ঠিক অর্জন করেছে, এটাকেও কি ছোট করে দেখার কোন সুযোগ আছে ?
এখনো অনেক পথ আমাদের যেতে হবে, এ তো শুরু মাত্র। বন্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যেতে চাই।
Comments
Post a Comment