What a great moment! Is it possible to express the feeling?
What a great moment! Is it possible to express the feeling? In 2013, more than 10 years ago, when I was sitting on this field, I said that one day only the students of Mojar School would return to this school again.
Imagine how it would feel to achieve a goal you set 10 or 11 years ago. That's what happened with the Mojar School. On January 17, 2023, students from class VII and VIII of the Maniknagar branch taught caste identity to children at a street children's school in Shahbagh.
If the idea of giving back to society, which seemed amusing a decade ago, is being implemented today, it will be on a larger scale in the coming days. This is what sets Mojar School apart; it is not just doing what comes in front of it, but it is determined to carry out a specific plan.
In 2023, there will be 1050 students in open-air fun schools and 1050 students in National Curriculum Based Schools, for a total of 2100 students. This all started with just 13 people, like the ones in the picture from School.
কি এক দারুণ মুহূর্ত, তা কি লিখে প্রকাশ সম্ভব? মজার ইশকুল :: Mojar School ২০১৩ সালে আজকে থেকে প্রায় ১০ বছরের বেশী সময় আগে যখন এই মাঠে বসেই বলতাম একদিন মজার ইশকুলের শিক্ষার্থীরাই আবার ফিরে আসবে এই পথের ইশকুলে।
ভাবুন তো, ১০ / ১১ বছর আগে যে লক্ষ্য আপনি ঠিক করেছিলেন তা যদি ছুঁয়ে ফেলতে পারেন, কেমন লাগবে ? মজার ইশকুলের ক্ষেত্রে তাই ঘটলো।
১৭ জানুয়ারি ২০২৩ শাহবাগে পথশিশুদের একটি স্কুলে শিশুদের বর্ণ পরিচয় শিখিয়েছে মানিকনগর শাখার সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা।
প্রয়োজনে, সমাজ থেকে গ্রহণ করে সমাজেই ফিরিয়ে দেয়ার সুন্দর চর্চার পরিকল্পনা মজার ইশকুল করেছিল এক দশক আগে, আজ তা বাস্তব। সামনের দিনে আরও বড় পরিসরে বাস্তবায়ন হবে।
এখানেই মজার ইশকুল আলাদা, সুন্দর । যা সামনে পায় তাই করে না, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা ধরে তা বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর।
২০২৩ সালে মজার ইশকুলে খোলা আকাশের নিচে পরিচালিত পয়েন্ট গুলো ১০৫০ জন এবং ন্যাশনাল কারিকুলাম বেজড ইশকুল গুলোতে ১০৫০ জন শিক্ষার্থী পড়ে, মোট ২১০০ জন । যা শুরু হয়েছিল মাত্র ১৩ জন নিয়ে, এই ছবির মত ইশকুল থেকেই।
Comments
Post a Comment