First time ever, Dhaka lit fest 2023 Witness as a speaker




Today at Dhaka Lit Fest 2023, Arian Arif (Founder & Executive Director of Mojar School) along with other panelists had an amazing conversation where they talked about our responsibility in order to reduce the ratio of street children in light of Rubaiya Murshed's "Nobody's Children".


Street children in Dhaka demonstrate enormous resilience in coping with the vulnerabilities and adversities that are systemically forced on them. The numbers of street children grow every year, and the post-Covid rise in their numbers cause higher concerns.


These panelists explored the responsibilities of the state, society and non-state actors in addressing the issue and in giving them back a part of their childhood.


In response to a question, Arian Arif said that, individually we have many works to do for the betterment of these children. We can support them by giving them time and showing them respect. It is not always necessary to donate; sometimes it is sufficient to be physically present for them.


Only a collaborative step can ensure their betterment.



#MojarSchool #DhakaLitFest2023 #OBF






- - - - 

বাংলা একাডেমি জুড়ে আজ বিদায়ের সুর। ঢাকা লিট ফেস্টের চতুর্থ ও শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপড়েপড়া ভিড়। রবিবার (৮ জানুয়ারি) দিনের শুরুতে একাডেমির লনে রোবাইয়া মোর্শেদের নো বডি’স চিলড্রেন বইটি নিয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়। 

রিসার্চার, এডুকেটর ও স্টোরি টেলার শাকিল আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মজার ইশকুলের ফাউন্ডার আরিয়ান আরিফ, ওয়াহিদা বানু স্বপ্না এবং ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার ফাতেমা।  

.


ছিন্নমূল শিশুদের স্কুল ‘মজার ইশকুল’ প্রতিষ্ঠার গল্প শোনান আরেক আলোচক আরিয়ান আরিফ। সোহরাওয়ার্দী উদ্যোনের ছোট উদ্যোগটি কীভাবে এখন বিশাল হয়ে উঠেছে তার পেছনে থাকা অসংখ্য চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন তিনি। জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ বইটি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর পর কারিগরি শিক্ষায় পথশিশুদের যুক্ত করে ‘মজার ইশকুল’। এরপর তাদের স্বাবলম্বী করে তুলতে চাকরিরও ব্যবস্থা করা হয়। শিশুদের নিয়ে কোনো সমস্যা, অসংগতি দেখলেই তিনি ১০৯ হেল্পলাইনে কল দিতে সবাইকে অনুরোধ করেন। 

.


‘খেতে পাই না, ক খ শিখে কী করবো?’
বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
https://www.banglatribune.com/780599




Comments