লিখে কখনো নিজের আনন্দ প্রকাশ করতে না পারার নিদারুণ কষ্ট নিয়েই বয়স বাড়াচ্ছি।

 লিখে কখনো নিজের আনন্দ প্রকাশ করতে না পারার নিদারুণ কষ্ট নিয়েই বয়স বাড়াচ্ছি।



আজকেই কথাই বলি যদি, মজার ইশকুল :: Mojar School আগারগাও শাখায় আড়াইশত ( ২৫০ জন ) শিক্ষার্থীকে আজকে নতুন বই দেয়া হয়েছে। ক্লাস ভর্তি শিক্ষার্থীদের কাছে দুইটা প্রশ্ন ছিল।
ইশকুলের কি কি ভালো লাগে ?
আর কি চায় তারা ?
পড়াশোনা ভালো লাগে, ক্লাবের কার্জক্রম ভালো লাগে, স্যার ম্যামদের ভালো লাগে, খাবার ভাল লাগে, পরীক্ষাও ভালো লাগে। ( আমার সাথে কেউ গেষ্ট থাকলে ধরে নিত আগেই শিখিয় দেয়া হয়েছে )
আর নতুন কিছুই চায় না, তারা হ্যাপি তাদের যা আছে । তৃপ্ত মানুষ দেখলে আমার অন্তর ঠাণ্ডা হয়ে যায়। আজকেও তাই হলো।
আরেকটা বিষয় বলি, এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে মুগ্ধ করা। আবার সেই যদি ক্লাস ওয়ান বা টু এর চঞ্চল শিশু হয় কিন্তু আপনার সাথে আনন্দের সাথে কথা বলে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, এর থেকে ভালো, সুন্দর অনুভূতি আর কি হতে পারে ?
আমার প্রতিটা দিন ঠিক কতটা ব্যস্ততায় কাটে, তার একটা ছোট উদাহরণ হচ্ছে সকালে একজন অফিসে বসেছিল দেখা হওয়ার কথা ছিল ১১ টায়, হয়েছে সন্ধ্যা ৬ টায়। এত ব্যস্ততার মাঝেও এমন সব দারুণ স্মৃতি তৈরি হচ্ছে, যার জন্য হাসিমুখে বলা যায়। জীবন সুন্দর ।
আলহামদুলিল্লাহ্‌ ।

বানানি, ঢাকা
২৫ জানুয়ারি ২০২৩

Comments