ঢাকা বিভাগের স্বেচ্ছাসেবীদের সাথে শীত উৎসবের প্রস্তুতি / মজার ইশকুল :: Mojar School / বিজয় উৎসব / ডিসেম্বর ২০২২

করোনার পর প্রায় ৩ বছর পরে বড় পরিসরে ঢাকা বিভাগের স্বেচ্ছাসেবীদের সাথে মন খুলে কথা বলার সুযোগ পেলাম আজকে ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে।




ভাড়া করা হল রুমে না, অফিসের রুপটপে। চারিদিকে নানান ফুলে সাজানো এক অসাধারণ জায়গা।
শাহবাগ, নীলক্ষেত, মালিবাগ, খিলগাঁও পেরিয়ে আজকের দিন। না আজকে এই জার্নি নিয়ে লিখব না।
আজকে শুধু Winter Festival 2022, Season 8 || মজার ইশকুল :: Mojar School নিয়ে।
একটা সময় ছিল, যখন সব কিছুতেই বাধ্যতামূলক উপস্থিতি থাকতো। আজকে ছিলাম আমন্ত্রিত অতিথি হিসেবে, এর মানে হচ্ছে আমার উপস্থিতি এখানে জরুরি না। এই যে স্বতন্ত্র টিম হিসেবে কাজ করার স্বক্ষমতা এটাই আমাদের শক্তি বাড়িয়েছে।
একই দিনে নিয়মিত ফুড প্রোগ্রাম চলেছে, স্থায়ী ইশকুলের চার শাখায় স্বাধীনতার ৫১ বছর পূর্তি উৎসব হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, হয়েছে পুরষ্কার বিতরণ।
কোন কিছু এমনি হয়ে যায় না, পরিকল্পনা, পরিশ্রম আর বাস্তবায়নের নিবিড় এক সম্পর্ক স্থাপন করতে হয়। মিলাতে পারলেই, সম্ভব। এ আলোচনাও আজকে তুলে রাখলাম।
ঢাকা বিভাগের স্বেচ্ছাসেবীরা আজকে প্রথমবার একত্রিত হয়েছে, নতুন ঠিকানায়। প্রায় পঞ্চাশার্ধ স্বেচ্ছাসেবী কয়েক হাজার শীতের পোশাক পৌঁছে দিবে পথশিশুদের।
গুছানো আয়োজন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের শেষ বর্ষের একদল শিক্ষার্থীদের সাথে দেশ, সমাজ, সংবাদপত্র ইত্যাদি নিয়ে দীর্ঘ আলোচনা হলো। ভালো লেগেছে।
২০২২ সালের পুরো মনোযোগ ছিল স্থায়ী ইশকুলের দিকে। এখন সময় হয়েছে সারা বাংলাদেশের তরুণদের আবার এক ছাতার নিচে নিয়ে আসার।
আগামী ১০ বছরে সারা বাংলাদেশে পৌঁছে যাবে প্রিয় মজার ইশকুল :: Mojar School
বি রেডি।

Comments