৪৭ মিনিটের বেশী সময় ধরে কথা বলেছি, এত দীর্ঘ সময় কথা শোনার সময় মানুষের হাতে নেই।

 



৪৭ মিনিটের বেশী সময় ধরে কথা বলেছি, এত দীর্ঘ সময় কথা শোনার সময় মানুষের হাতে নেই।

এটা প্রথম কারন, দ্বিতীয় কারন আমার আলোচনায় থাকে শুধু মজার ইশকুল :: Mojar School যা কোন ইন্টাররেস্টিং বিষয় না । আমি সেলেব্রেটিও না ।

গত ২৪ ডিসেম্বর সারা বাংলাদেশ থেকে আগত তরুণ লিডারদের সাথে কথা বলছিলাম, সংখ্যায় প্রায় পঞ্চাশ।

দুইটি প্রশ্ন করেছিলাম,
মজার ইশকুল কত জন চেনে ? প্রায় সবাই হাত তুলেছিল।
আরিয়ান আরিফকে কয়জন চিনে? মাত্র ২ জন। ১ জন চিনে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড নিতে টিভিতে দেখেছে। আর দ্বিতীয় জনের পরিচিত কেউ মজার ইশকুলের স্বেচ্ছাসেবী ছিল।

এই যে ১০ বছরে মজার ইশকুলকে প্রায় সবাই চিনে, আমাকে প্রায় কেউ চিনে না। এটা এমনি হয়নি, ডিটারমাইন্ড ছিলাম প্রতিষ্ঠানের নামে পরিচিত হবো, প্রতিষ্ঠান ছাপিয়ে ব্যক্তি হয়ে উঠবো। এটাকে আমি সফলতা বলতে চাই। জার্নিটা কিন্তু ১০ বছরের।


আরেকটা ঘটনা বলি, জয় বাংলা ইয়ুথ এওয়ার্ডে আমার রুমমেট ছিল শাওন ( Muhammad Shawon Mahmud ) ও আতিফ ( Shekh Muhammad Atif Asad ) , পরিচয় দেয়ার আগ পর্যন্ত আমি মজার ইশকুলের সাথে কিভাবে যুক্ত জানত না কিন্তু দুই জনেই মজার ইশকুলের পিছনে কে কাজ করে তা জানার চেষ্টা করেছে, পেইজে আমার ছবি খুঁজেছে পায়নি। সরাসরি দেখার পর অবাক হয়েছে।

এই ১০ বছরে ২০১৫ সাল ছাড়া কোন মিডিয়া ডাকেনি, নিউজ করতে চায়নি, তা নয়। আমি আমার মত করে কাজে ফোকাস থেকেছি।

আমি আগেও বিশ্বাস করতাম, এখনো করি। মজার ইশকুলের শক্ত একটা ভিত্তি দরকার, একটা স্থায়ী পরিচয় দরকার। তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজে ফোকাস থাকা ছাড়া দ্বিতীয় কিছুই ভাবার সুযোগ নেই আমাদের।

১০ বছর লম্বা জার্নি। ২০২৩, ২০২৪ সাল আমাকে টুকটাক মিডিয়ায় দেখা যাবে। ২০২৫ থেকে আবার দেখা যাবে না। এই দুই বছরে স্থায়ী ভিত্তিটা নিশ্চিত করতে চাই। এটা বলতে পারেন, মিডিয়ার সাপোর্ট নেয়া। আরও মানুষের কাছে মজার ইশকুলকে পৌঁছে দেয়া।

এই ভিডিওতে আগামী ১০ বছরে কোথায় যেতে যাই তার একটা ধারণা পত্র আছে।

Rumman Rashid Khan ভাইয়া শেয়ার দিয়ে দিলাম :) 

Comments