৮ম ফোরাম / ফোরাম অব এডুকেটরস ফর স্ট্রিট চিল্ড্রেন - পথশিশুদের জন্য / ডিসেম্বর ২০২২
৮ম ফোরাম / ফোরাম অব এডুকেটরস ফর স্ট্রিট চিল্ড্রেন - পথশিশুদের জন্য / ডিসেম্বর ২০২২
পথশিশুদের জন্য নিবেদিত ফোরাম অব এডুকেটরস ফর স্ট্রিট চিল্ড্রেন এর ৮ম ফোরাম অনুষ্ঠিত হয়ে গেলো কাচ্চি ভ্যালি & পার্টি সেন্টার, মতিঝিলে।
বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে উপস্থিত ছিল,
১। সাকির ইব্রাহীম মাটি - পথের ইশকুল
২। মোঃ আহসানুল কবির - পথের ইশকুল
৩। মোঃ রাইসুল ইসলাম - পথের ইশকুল
৪। মোঃ রিয়াজ হোসেন - ইনসিডিন বাংলাদেশ
৫। হিরুকি ওটানাবে - একমাত্রা সোসাইটি
৬। শিহাব সুমন - একমাত্রা সোসাইটি
৭। সুলতানা - একমাত্রা সোসাইটি
৮। বেনিনাথি লোসিও - পথশিশু সেবা সংগঠন আ
৯। মোঃ মাসুদ - লিডো
১০। রিয়াদ হোসেন - মজার ইশকুল
ফোরামে উপস্থিত সদস্যগণ নিজ নিজ সংগঠনের পক্ষে বিগত ২ মাসে পথশিশুদের কি কি উল্লেখযোগ্য কাজ করেছেন তা শেয়ার করেছেন। ফোরামের শুরুতেই পথের ইশকুল সম্পর্কে সাকির ইব্রাহিম মাটি ফোরামকে অবহিত করেন।
আলোচনায় ৫ টি বিষয় উঠে আসে।
আলোচনার বিষয়:-
১। পুলিশ কর্তৃক স্বেচ্ছাসেবী হয়রানি, চাঁদা তোলার কাজে পথশিশুদের ব্যবহার ও পথশিশুদের ধরে নেয়া বন্ধের বিষয়ে পুলিশ কমিশনারের সাথে আলোচনায় বসা।
২। শিশুদের ড্যান্ডি থেকে দূরে রাখার পরিকল্পনা গ্রহণের প্রস্তাব
৩। ফোরামের সকল সংগঠন মিলে নাইট শেল্টার হোম চালু করার প্রস্তাব।
৪। যেসব সংগঠন ওপেন পয়েন্টে কার্যক্রম পরিচালনা করে, তাদের শিডিউল ফোরামের ফেসবুক গ্রুপে শেয়ারের মাধ্যমে একে অপরকে জানানো। যাতে এককই সময়ে একই জায়গায় একাধিক সংগঠন কার্যক্রম না করে।
৫. ফোরামের সকল সংগঠন মিলে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজনের জন্য কমিশন গঠনের প্রস্তাব।
সিদ্ধান্ত:-১০
উপরোক্ত ১, ২ ও ৩ নং পয়েন্টগুলো পরবর্তী ফোরামে অধিকতর আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৯ম ফোরাম ফেব্রুয়ারীর ২৫ তারিখ বিকাল ০৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে ৯ম ফোরামের আয়োজক হতে উপস্থিত কেউ ইচ্ছা প্রকাশ করেননি।
লেখা ও ছবি - রিয়াদ হোসেন ( মজার ইশকুল )
Comments
Post a Comment