‘প্রবীণবান্ধব বাংলাদেশ চাই’ - Mojar School x Probin Bondhu Foundation

 ‘প্রবীণবান্ধব বাংলাদেশ চাই’ টিম আজকে গিয়েছিলো মজার ইশকুলে।

মজার ইশকুল অসাধারন কাজ করছে সমাজের অবহেলিত শিশুদের নিয়ে। মজার ইশকুলের বাচ্চারা পড়ালেখায় অনেক ভালো, প্রমাণ পেলাম প্রবীণদের নিয়ে কথা বলতে গিয়ে, দেখলাম তারা প্রবীণদের কল্যাণে অনেক কিছুই জানে যা অন্য স্কুলের বাচ্চারা জানে না।


বিশেষ ধন্যবাদ, আরিয়ান আরিফ তিনি এতো সুন্দর একটা স্কুলের জন্ম দিয়েছেন, কয়েক হাজার ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ালেখা করানো সহ সকাল দুপুরের খাবার খাওয়াচ্ছেন। সমাজ পরিবর্তনে তার প্রচেষ্ঠা ও কাজ দেখে আমি রীতিমতো মুগ্ধ।

প্রবীণবান্ধব বাংলাদেশ টিম এর সম্মানিত উপদেষ্টা কথাসাহিত্যিক মিতালী হোসেন আপা উপস্থিত থাকার কথা ছিলো কিন্তু শেষপর্যন্ত অসুস্থতার কারনে আসতে পারেন নি। সুন্দর একটি সময় কাটলো মজার ইশকুলের বাচ্চাদের সাথে।

আমরা প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই….



আমরা প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই…. মজার ইশকুল আগারগাও ইশকুলের ছাএ ছাএীদের আন্তরিক সহযোগিতা এবং তাদের বয়স অনুযায়ী বিকাশ আমাকে সত্যি মুগ্ধ করেছে।পাশাপাশি তাদের অভ্যর্থনা এবং বাচ্চাদের কথোপকথন প্রশংসনীয়। - রোমানা ম্যাম / ১৫ নভেম্বর ২০২২




Comments