সমস্যা ততক্ষণই সমস্যা, যতক্ষণ আপনি তা সমাধান করতে পারেন না

 অনেক সময় লক্ষ্যের কাছে গিয়েও ফিরে আসতে হবে, আপনাকে। শুধু খেয়াল রাখুন, আপনার চেষ্টার ত্রুটি ছিল না। এরপর যা ফলাফল আসে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। ফলাফল আপনার মন মত না হলে অন্যকে ব্লেম না করে নিজের ত্রুটি খুঁজুন।

কারন, সমস্যা ততক্ষণই সমস্যা, যতক্ষণ আপনি তা সমাধান করতে পারেন না। যারা বিজয়ী তারা প্রবলেম সলভার।
আগে উপরের মত করে লিখতাম, বলতাম, ভাবতাম। এখন বুঝি যে এটা আমার কাছে অনুপ্রেরনামূলক হলেও, অনেকের কাছে গায়ে পরে জ্ঞান দেয়া, যা অনেকের জন্য বিরক্তিকরও বটে।

KFC Bangladesh কর্তৃক নতুন পোশাক প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী টিমের সাথে আলোচনা । মে ২০২২



এখন ভাবনাটা সীমিত এবং ছোট।

"যদি সমস্যা সমাধান করার জন্য নিজেকে তৈরি করতে পারি, হাল না ছাড়ি আর চেষ্টার শেষ বিন্দু পর্যন্ত লেগে থাকি তাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা কম। আর যদি টিম হিসেবে তাদের যুক্ত করতে পারি, যারা নিজেকে ভাঙতে চায় তবেই জয় নিশ্চিত।"

Comments