ইয়ামিন - হ্যাঁ, পথে পথে বেঁড়ে উঠা শিশু, পোশাকি নাম পথশিশু ।

 

ইয়ামিন


হ্যাঁ, পথে পথে বেঁড়ে উঠা শিশু, পোশাকি নাম পথশিশু ।

প্রথম ছবি, রাস্তায় ইয়ামিনের সাথে দেখা।
দ্বিতীয় ছবিতে, ঢাকার দামী রেস্টুরেন্ট স্টার কাবাবে Arian Arif সাথে ইয়ামিন
তৃতীয় ছবিতে, আন্তর্জাতিক ফুড চেইনশপ KFC Bangladesh আমন্ত্রিত অতিথি হিসেবে ইয়ামিন।

পরিবর্তন বুঝতে পারেন?



এই ইয়ামিন এত এত এত দুষ্ট যে, তাকে সামলে রাখার থেকে কঠিন কাজ নেই। মুখের দাগ দেখেন, মারামারি করে, মার খেয়ে, নিজের শরীরের এই অবস্থা করেছিল করোনার আগে।

এর ভিতর একদিন একটা কুকুর তাকে ইচ্ছে মত কামড়ে শরীর থেকে অনেক খানি মাংস নিয়ে গিয়েছিল, শুধু কামড় দিয়েই শেষ করেনি।

ইনজেকশন, হাসপাতাল, দীর্ঘ সময় ওষুধ খাওয়ানো, সুস্থ্য করা এবং এখনো ইয়ামিন আবাসিক শেল্টার হোমে আছে।

আমরা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি এই সমাজের জন্য তা বেশীর ভাগ মানুষ বুঝে না বা বুঝেও না বোঝার ভান করে ।

সেই আপুটা বুঝে,
যে সকাল বেলা ছিনতাইকারীর কবলে পরে ব্যাগ হারায়, অলংকার হারায়, জীবন হারায়।

সেই ভাইটি বুঝে, যার দামী গাড়ির গ্লাস খুলে নিয়ে যায়। অকারনে, গাড়িতে ঢিল ছুড়ে এই শিশুরা পথে থাকলে ।

সেই মা বুঝে যার বাসায় রাতের বেলায় নেশার টাকা জোগাতে চুরি হয়।

সেই পথিক বুঝে, যার কোন দোষ নেই, দোষ নেই এই শিশুদেরও, যারা না বুঝেই অন্যের মাধ্যমে ব্যবহার হয়, নানান ব্যক্তি ও রাজনৈতিক খারাপ উদ্দেশ্যে।

এই ইয়ামিনদের ছায়া দেয়ার , সঠিক পথে মানুষ করা, প্রতিদিন লোকাল থানায় তথ্য দিয়ে আইন মেনে এই সমাজের জন্য সম্পদ হিসেবে গড়ে তোলার লড়াইটা আপনারা যারা সব বুঝেন, প্লিজ এটাও একটু বুঝেন।

সম্ভব হলে মজার ইশকুল :: Mojar School পাশে থাকুন।

Comments