৭ম ফোরাম / ফোরাম অব এডুকেটরস ফর স্ট্রিট চিল্ড্রেন - পথশিশুদের জন্য / অক্টোবর ২০২২
পথশিশুদের জন্য নিবেদিত ফোরাম অব এডুকেটরস ফর স্ট্রিট চিল্ড্রেন এর ৭ম ফোরাম অনুষ্ঠিত হয়ে গেলো হালুয়াঘাট, ময়মনসিংহে অবস্থিত একমাত্রা একাডেমিতে।
বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে উপস্থিত ছিল,
১। সাকির ইব্রাহীম মাটি - পথের ইশকুল
২। মোঃ রিয়াজ হোসেন - ইনসিডিন বাংলাদেশ
৩। শিহাব সুমন - একমাত্রা সোসাইটি
৪। আবু কাওসার মানিক - একমাত্রা সোসাইটি
৫। মোঃ মনির হোশেন - JW মায়ের কোল
৬। মোঃ সালাউদ্দিন শান্ত - জুম বাংলাদেশ
৭। ফরহাদ হোসেন - লিডো
৮। আফতাব-উজ-জামান - আপন ফাউন্ডেশন
৯। আরিয়ান আরিফ - মজার ইশকুল
১০। রিয়াদ হোসেন - মজার ইশকুল
ফোরামে উপস্থিত সদস্যগণ নিজ নিজ সংগঠনের পক্ষে বিগত ২ মাসে পথশিশুদের কি কি উল্লেখযোগ্য কাজ করেছেন তা শেয়ার করেছেন। ফোরামের শুরুতেই একমাত্রা একাডেমির পক্ষে প্রিসিপাল মানিক স্যার এই একডেমির কার্যক্রম, উল্লখযোগ্য অর্জন সম্পর্কে ফোরামকে অবহিত করেন।
আলোচনায় ৩ বিষয় উঠে আসে এবং একটি সিদ্ধান্ত গৃহিত হয়।
আলোচনার বিষয়,
১। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য কর্তৃক সোশ্যাল এক্টিভিষ্টদের শারিরীক ভাবে আঘাত করার মত ঘটনা ঘটেছে, যা নিয়ে ফোরামের সদস্যগণ উদ্বিগ্ন। পরবর্তী করনীয় নিয়ে আলোচনা চলবে। এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিভাগ ও স্বরাষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার বরাবর আলোচনার প্রস্তাব আসে।
২। মাদকাসক্ত ব্যক্তি দ্বারা সোশ্যাল এক্টিভিষ্টদের শারিরীক ভাবে আঘাত করার মত ঘটনা ঘটেছে একাধিকবার।
৩। ফোরামের সদস্যদের অংশ গ্রহণে আন্তঃস্পোর্টস আয়োজন করা নিয়ে আলোচনা হয়।
সিদ্ধান্ত,
৮ম ফোরাম আগামী ২৪ ডিসেম্বর, শনিবার বিকাল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে , পথের ইশকুল হোষ্ট করবে। যার স্থান কমলাপুর স্কাউট ভবন, রেলওয়ে জোন অফিস।
২৯ অক্টোবর ২০২২ সংক্ষিপ্ত,
এ দিন ফোরামের সবার রিপোর্টিং ছিল বনানী একমাত্রা অফিসে, সকাল ৮ টায়। পুর্বেই ভাড়া করা মাইক্রো বাসে সকল সদস্য হালুয়া ঘাটে পৌঁছায়। উপস্থিত শিশু ও একমাত্রার অফিসিয়ালস ফুল দিয়ে ফোরামের সদস্যদের বরণ করেন। পরিচয় পর্ব, খাওয়া দাওয়া শেষ করে একাডেমি ঘুরে দেখা হয়। ফোরামের নির্ধারিত মিটিং শুরু হয় বিকাল ৩ টায়। ৪ টা থেকে শিশুরা তাদের পরিবেশনা করেন। ৪.৩০ ফোরামের সদস্যগণ একডেমি ত্যাগ করেন। ঢাকায় পৌছান রাত ১১ টায়।
নিচের ছবিতে আমন্ত্রণ পত্র ও মিটিং এজেন্ডা
Comments
Post a Comment