"কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া"

 "কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া"



"কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া"

ছবিতে যে শিক্ষার্থীকে দেখা যাচ্ছে তার নাম রবিন, মজার ইশকুল :: Mojar School আগারগাও শাখায় পড়াশোনা করে।

আজকে ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ইশকুলে সাডেন ভিজিটে গিয়েছিলাম। সবার সাথে কথা হচ্ছিল, এর ভিতর প্রাথমিকের শিশুদের দুপুরের খাবার খাওয়া শেষ, মেনু ছিল মুরগির মাংস, আলু আর সাদা ভাত। টিচার্স রুমে অনুমতি নিয়ে ঢুকে এই ছবিটা আমাকে দিলো। লাল-সবুজের পতাকা আর তার পাশেই লেখা " Thank You Sir", মুখের বললো থ্যাংক ইউ স্যার, আজকের খাবার খুব মজার ছিল। শিক্ষার্থীর সাথে আগ্রহ নিয়েই ছবি তুললাম। সেও যাতে বোঝে সে একটা দারুণ কাজ করেছে এবং আমি পছন্দ করেছি। পজিটিভি একটা ভাইব পায়। সোশ্যাল মিডিয়ায় লিখলাম যাতে কেউ চাইলে এখান থেকে পজিটিভ কিছু নিতে পারে।

প্রথমত, কাউকে ধন্যবাদ দেয়ার সৌজন্যতা আমরা চর্চা করি না। সেখানে মজার ইশকুল ভালো ভাবেই এটা চর্চা করতে কাজ করছে। টিচার, স্টাফ ছাড়িয়ে তা প্রাথমিকের শিশুদের পর্যন্ত পৌঁছে গেলে আমি বুঝতে পারি ১০ বছরের জার্নি ব্যর্থ হয়নি।

ধন্যবাদ দেয়ার জন্য বেছে নিয়েছে বাংলাদেশের পতাকা। মানে আমার মত ক্ষুদ্র মানুষের এর থেকে বেশী ভালো লাগা আর কিসে থাকতে পারে?

শৃঙ্খলা, সৌজন্যতা, সহমর্মিতা শেখার, শেয়ার করার এই যাত্রায় অনেক দূর হাঁটতে চাই।

এই ছোট ছোট অভিব্যক্তি আমাকে অনুপ্রাণিত করে, যা কৃতজ্ঞ তাদের থেকে ভালো মানুষ আর নাই। তাদের ভালোবাসার থেকেও দামি কিছু নাই।

আমার প্রিয় গানের কয়টা লাইন লিখে তৃপ্ত হই,

"কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা
না না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া"

Comments

  1. Children are angle. Sometimes when we teach our children about life, Our children teach us what life is all about. When you do something that you truly love to do, you will find happiness from every corner of your surroundings. I must say you are lucky enough to have the courage to work with the children. We appreciate your hard work and being able to bring smile and hope to thousands of children and community. GOOD WORK NEVER FAILs.

    ReplyDelete

Post a Comment