My Quotes 2022
প্রেক্ষাপট দক্ষিণ এশিয়া,
কেউ যদি ইউরোপ আমেরিকার মত জীবন ধারা বাংলাদেশে প্রত্যাশা করে, অন্য দেশের নিজের দেশ তুলনা করে সেটাকে আমি খারাপ বলে রায় দিতে চাইবো না। তবে সুযোগ পেলে মনে করিয়ে দিব, "ভালো" আর "উন্নতি" একটি ধারাবাহিক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা সহজে আসেও আর আসলে সহজে যায়ও না।
বাংলাদেশের ইতিহাস, পূর্ববর্তী ইতিহাস, আমাদের আর্থিক সক্ষমতা, দক্ষ জনবলের ঘাটতি বিবেচনায় নিলে আমরা ভালো আছি আর ইতিহাস নিজ থেকে লেখা যায় না, সময়ের পরিক্রম ইতিহাস তৈরি হয় যা পাঠ পরিক্রমায় যুক্ত হয়। সেখানে যত অগ্রতি লিখিত থাকে, ভবিষ্যৎ তত ভালো হয়।
Comments
Post a Comment