I'm unstoppable ! মজার ইশকুলের হাই-ইশকুলের শিক্ষার্থীদের সাথে একদিন।

নিজেকে আগের দিনের থেকে এগিয়ে নেয়ার মন্ত্র শিখাই আমরা। ১ম হওয়া আমাদের লক্ষ্য না। সেরাদের সেরা হতে চাই।


-- --


I put my armor on, show you how strong how I am
I put my armor on, I'll show you that I am

I'm unstoppable
I'm a Porsche with no brakes

I'm invincible
Yeah, I win every single game

I'm so powerful
I don't need batteries to play

I'm so confident
Yeah, I'm unstoppable today

Unstoppable today
Unstoppable today
Unstoppable today

I'm unstoppable today

Sia (singer)









শিক্ষার্থীদের সাথে যারা হাই-ইশকুলে পড়ছে, ঠিক ৩ মাস ৮ দিন পড়ে যারা #অষ্টম শ্রেনীতে উঠবে তাদের সাথে আমরা একটা আড্ডা ছিল। পোশাকি একটা নামও ছিল।

এই দিনটা অসাধারণ! কেন? এই কারন বলতে এই টা ছাড়াও ২ টা লেখা আমি লিখতে চাই। অবশ্য ৩য় লেখাটার সাথে একটা ৩-৫ মিনিটের ভিডিও থাকবে, সেটা পোষ্ট করবো কিনা এখনি নিশ্চিত নই।

সেই পুরানো চ্যালেঞ্জ, নতুন করে চেষ্টা!

পথশিশুদের কি ক্লাস ফাইভ পাশ করা যায় ? এত এত বার এত এত মানুষের কাছ থেকে এটা শুনেছি। উত্তর প্রায় যখন রেডি করোনা থাবা দিলো। করোনার পর ফেরার যে লড়াইটা করছি এটা কতটা কঠিন, তা ভাষায় প্রকাশ অসম্ভব। এর ভিতরেই মজার ইশকুল :: Mojar School পুরোপুরি অটোমেটিক এবং পার্ফরমেন্স বেইজ হিসেবে প্রতিষ্ঠা করার লড়াই, সব মিলিয়ে কঠিন একটা সময়। এর ভিতরেই সব কিছুর মূল্য বৃদ্ধি, ডোনেশন প্রায় শূন্যের কোটায় নেমে আসার পরেও গত ১৫ সেপ্টেম্বর যখন ২য় টার্ম এক্সাম শেষ হলো, বাল্যবিবাহ, শিক্ষার্থী পরিবারের আর্থিক অনটন যখন সময়ের সব থেকে বাজে ভাবে যাচ্ছে তখন প্রতিটি সিদ্ধান্ত, পদক্ষেপ নেয়া কতটা কঠিন সে আমার উপরওয়ালা জানে।

সব ছাপিয়ে আজকে শুধু মানিক নগর শাখার যারা এই জানুয়ারিতে ষষ্ঠ শ্রেণী উঠবে, অর্থাৎ ক্লাস ফাইভ, সিক্স আর সেভেনের শিক্ষার্থীদের সাথে প্রায় ২ ঘন্টার বেশী আলোচনা করেছি, তাদের ইশকুল তারা কিভাবে দেখছে? পড়াশোনা, এক্সাম সব মিলিয়ে আর কি করার আছে আমাদের পক্ষ থেকে ?

প্রশ্ন- উত্তর পর্ব ছিল, সেরা প্রশ্নের জন্য পুরষ্কার ছিল।

বিগত প্রায় ১০ মাসের লড়াই "টিমের পরিশ্রম" জিতে গেছে বলেই বিশ্বাস।সাপ্তাহিক পরীক্ষা নিয়মিত হওয়ায়, পরীক্ষা নিয়ে কোন ভীতি নেই। ২ বছরের ঘাটতি কেটে গেছে বলবো না, তবে সঠিক পথে হাঁটছি।

দারুণ সব বুদ্ধিতিপ্ত প্রশ্ন দেখে বার বার মনে হয়েছে, যে অনিশ্চিত যাত্রায় পথ পারি দিয়ে ১০ বছর পার করছি, সেটা বৃথা যায়নি।

একটা ভীষণ ভালো লাগা দিয়ে শেষ করি,

"ক্লাস সেভেনের শিক্ষার্থীদের সাথে কথা হচ্ছিল, এক্সাম কেমন হয়েছে জিজ্ঞেস করতেই জানালো স্যার ভালো হয়েছে। আলাদা করে ২/৩ জন শিক্ষার্থী এটা জানালো স্যার আপনি যে বলছেন না, আগের এক্সাম থেকে ১% হলেও ভালো করতে হবে, ১ম হওয়া নিয়ে প্রেশার নেয়া যাবে না। সেটাই করেছি।"

এই যে শিক্ষার্থীরা কিছু বললে বোঝে, এবং সেভাবে চেষ্টা করে এই ভালো লাগা লিখে বোঝানো অসম্ভব।

একটু ব্যাকগ্রান্ডটা বলি?
মজার ইশকুলের কোন রোল নাম্বার নেই, সবার ফিক্সড আইডি। পরীক্ষায় ১ম হওয়া এবং ভালো করার সুন্দর প্রতিযোগিতা আছে কিন্তু রোল ১,২ নিয়ে অসুস্থ্য প্রতিযোগিতা নেই। নিজেকে আগের দিনের থেকে এগিয়ে নেয়ার মন্ত্র শিখাই আমরা। ১ম হওয়া আমাদের লক্ষ্য না। সেরাদের সেরা হতে চাই।

২২ সেপ্টেম্বার ২০২২   

Comments