Birthday Registration Commission for Street Children / Bangladesh Meeting @Police Plaza, Gulshan - 1
অদ্য ১৯ আগষ্ট ২০২২, ঢাকাস্থ পুলিশ প্লাজা কনকর্ড, গুলশান - ১ এ পথশিশুদের জন্ম সনদ প্রদানে কমিশনের একটি মিটিং বিকাল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। কমিশনে পথশিশুদের নিয়ে দশকের পর দশক পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে এমন ৮ টি প্রতিষ্ঠান ও ব্যক্তি উপস্থিত ছিলেন।
আলোচ্য সূচিতে নানান বিষয় আলোচনা ও ভবিষ্যতের কর্ম পন্থা আলোচনা করা হয়।
কমিশনের মিটিং হোষ্ট করে আ ক ম আখতারুজ্জামান বসুনিয়া, রিভার পুলিশ।
"বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুর জন্মনিবন্ধন পাওয়া তার সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা দেখি সুবিধাবঞ্চিত শিশুরা বিশেষ করে পথশিশুরা যাদের জন্মের স্থান, কাল ও পাত্রের ঠিক নেই। তাদের জন্মনিবন্ধন পেতে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়, ফলাফল হিসেবে তারা নাগরিক অধিকার পাওয়া থেকে বঞ্চিত হয়। শুধু তাই নয়, বড় হওয়ার সাথে দেশের নাগরিক হিসেবে কর্ম জীবনে নানান প্রতিবন্ধকতার সম্মুখিন হয়। ইতিমধ্যে জাতীয় দৈনিক গুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছে, উক্ত সমস্যার সমাধান হিসেবে শিশুদের বিশেষ করে পথশিশুদের মা বাবার এনআইডি ছাড়াই নিবন্ধনের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ সরকার। যদিও এ ব্যাপারে সরকারের সাম্প্রতিক কিছু উদ্যোগ প্রশংসার দাবি কিন্তু তা যথেষ্ট না। কিন্তু সমস্যাটর সমাধানের জন্য আরো কিছু বিষয়কে গুরুত্ব দিতে হবে। যার জন্য শিশু অধিকার কর্মীরা কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ ছুটির দিনে কিছু মানবিক মানুষের সাথে পথশিশুদের জন্ম নিবন্ধন বিষয়ে ফলপ্রসূ আলোচনা।"
কমিশনের মিটিং এ উপস্থিত ছিলেন,
১। বসুনিয়া ভাই - একটিভিস্ট
২। ব্রাদার লুসিও - পথশিশু সেবা সংগঠন
৩। ফরহাদ ভাই - লিডো
৪। আফতাব ভাই - আপন ফাউন্ডেশন
৫। রিয়াজ ভাই - ইনসিডিন বাংলাদেশ
৬। মাটি ভাই - পথের ইশকুল
৭। আরিয়ান আরিফ ভাই - মজার ইশকুল
৮। মোঃ মনির হোসেন - JW মায়ের কোল
#childrenoftheworld #streetchildren #বিরথড়েগিস্ত্রাতিওন
( লেখার কিছু অংশ আফতাব ভাইয়ের ফেসবুক স্টাটাস থেকে সংগৃহীত ও সংযোজিত)
Comments
Post a Comment