ফিলিং বেটার নাউ, অন্তত আগের থেকে

 ফিলিং বেটার নাউ, অন্তত আগের থেকে । এই আগ, ৬ মাস বা বছর খানেক হতে পারে।



এই ভালো থাকার শুরুটা হয়েছে, যেদিন থেকে বুঝতে শিখেছি আগ বাড়িয়ে কাউকে আগলে রাখা তার জন্য অপ্রয়োজনীয়। উভয়ের মানসিক শান্তি নষ্ট হয়। কেউ যদি নিজ থেকে চায় তাকে কেয়ার করি, এবং যদি সেটা সে ফিল করতে পারে এবং কৃতজ্ঞতাবোধ তৈরি হয়, তাকেই শুধু আগলে রাখলে মানসিক দৈন্য দশা আসে না। মানসিক ভাবে সুস্থ্য থাকা জরুরী। খারাপ সময়, সেটা যেটাই হোক, যেরকম হোক, নিজের ছায়াও থাকে না সাথে। প্রমাণ চাইলে আমার সাথে চা খেতে পারেন।

নিজেকে ভালোবাসা আর আমি আমি আমি আমি আমি এক জিনিস না। সবার ভিতরে থেকেও আমিকে লালন করা যায়, তবে এটা এভারেজ ১০ মানুষের পক্ষে সম্ভব না, ভিন্ন ভাবে শক্তিশালী মানুষ একমাত্র নিজেকে ভালোবাসতে পারে। সাধারণ কেউ গুলিয়ে ফেলবেই।

একটা মানুষকে অনেক মানুষ ভালোবাসে না, আগলে রাখতে চায় না, যা হয় তা সময়ের ভ্রম। যদি কেউ সত্যিকারের কাউকে পেয়ে যায় যে আসলেই ভালোবাসে সে স্বাম-স্ত্রী, বন্ধু, কলিগ যাই হোক তাকে কেন্দ্রে রেখে বাকীদের সাজানো যেতে পারে। মানসিক শান্তি নষ্ট হয় না।

পার্সোনাল ফ্রিডম বা ব্যক্তি স্বাধীনতা বোঝে না, পরিশ্রমী আর পড়তে বা শিখতে চায় না, এমন মানুষ কোন দিন কারো বন্ধু হয় না, এমন যে কেউ শরীরের বিশেষ টিউমার হিসেবে আবিষ্কার হয়, মিলিয়ে নিয়েন।

মানুষের জীবন নদীর স্রোতের মত, যে সাতার জানে, প্রস্তুতি আছে , যে স্বামর্থ রাখে সে আগাবে আর যার প্রস্তুতি নেই সে আগাবে না কিন্তু নদী চলবেই। জীবনটা মাঝে মাঝে আমি ক্রিকেট খেলার সমর্থক মানি প্রতিদিন আগের দিনের থেকে, প্রতি ম্যাচ আগের ম্যাচ থেকে ভালো খেললেই একমাত্র টিকে থাকা যায়। এর কোন ভিন্নতা নেই।

এই যে নিজেকে আগের দিনের থেকে ভালো করতেই হবে, যদি নিজেকে কাঙ্ক্ষিত স্থানে দেখতে চাই, এটাই আজও আমাকে কাজের জন্য অনুপ্রাণিত করে।


Comments