ছেলে মানুষি তবুও ২ টি বিষয় শেয়ার করতে ইচ্ছে করছে।

 ২০২১-২০২২ অর্থ বছরটা কিভাবে গেছে ,আমি আর আমার আল্লাহ জানে।

ছেলে মানুষি তবুও ২ টি বিষয় শেয়ার করতে ইচ্ছে করছে।



আজকে সদরঘাটের শেল্টারে পোশাক দিতে গিয়ে শুনলাম ,বিগত ২ বছর শেল্টারে থাকায়, মাদক না নেয়ায়, আগের মত মারামারি করে না নিজেরা। একদম নাই বললেই চলে।শেয়ার করার বিষয় সবাই পোশাক নেয়ার সময় হাসিমুখে ধন্যবাদ দিচ্ছিল।
এই একই চর্চা স্থায়ী ইশকুলেও শিক্ষার্থীরা করছে। টিচারদের চিঠি লিখে ধন্যবাদ দিচ্ছে, ক্লাস ভাল লাগলে জানাচ্ছে, আমি ভিজিটে গেলে ভাল কিছুর জন্য ধন্যবাদ দিচ্ছে।
দ্বিতীয়টা হচ্ছে, এইবার রেকর্ড সং্খ্যক ধন্যবাদ ইমেইল পেয়েছি , প্রতিটি ইমেইল একাধিকার পড়েছি , এনার্জি পেয়েছি।
এটা একটা ভীষণ একটি পজিটিভ চেইঞ্জ।



কোনটা অধিকার আর কোনটা ভালোবাসা এটা পার্থক্য করার ক্ষমতা দিয়ে বাংগালি জাতিকে তৈরি করা হয়নি। বট গাছের নিচে দাড়িয়ে নিয়মিত ছায়া নেয়া মানুষটি ভাবতে চায় না বট গাছের পরিচর্চা লাগে , সে আকারে যত বড় হোক। অথচ একটু পরিচর্চায় আরও ছায়া পাওয়া সম্ভব।
বাচ্চারা ,টিমমেম্বাররা একে অপরকে পিঠ চাপরে দেয়া শিখে গেছে। এই আনন্দ নিয়ে নতুন অর্থ বছর ২০২২-২০২৩ শুরু হলো।

Comments