Thank You, Galib Bin Mohammad ( Marketing Guy From Bangladesh )

 গালিব ভাই Galib Bin Mohammad

হেড অব মার্কেটিং, আরলা ফুডস । ( ডানো নামেই চিনে সবাই )



এটা সম্ভবত তার পরিচয় না আমার কাছে। আমি তাকে মার্কেটিং এর মানুষ হিসেবে মাথায় রাখি। তার নানান লেখা বা সব লেখা পড়া শেষ করেছি Brand Practitioners Bangladesh গ্রুপ থেকে । এমন কোন লেখা নেই যেটা একবারে শেষ করিনি।

এরপর বই বের করলেন, বলছি না এই বই মার্কেটিং জিনিয়াস Philip Kotler কে ছাড়িয়ে গেছে কিন্তু বাংলা ভাষায় একটি চমৎকার বই। পড়া শেষে একটি ভিডিও বানালাম, জঘন্য হয়েছে, অভ্যাস না থাকলে যা হয় আর কি!

এর আগেও আরলার অফিসে গিয়েছি। দেখা করার বিষয়টা মাথায় আসেনি। আজকে দেখা হয়ে গেলো।

একটু অপ্রাসাঙ্গিক আলোচনা করি, আমি ব্যক্তিগত ভাবে প্রচুর টিভি কমার্শিয়াল, এখনকার OVC গুলো দেখি। মিনিটের কম সময়ে এত দারুণ সব বার্তা দেয়ার কৌশল এই কমার্শিয়াল না দেখলে বোঝা যাবে না ।

দেশ বিদেশের নানান বিজ্ঞাপন দেখতে দেশ বিদেশের বিজ্ঞাপন পেইজ সি ফার্স্ট দেয়া :) স্যামসাং ইন্ডিয়ার ২ টা টিভিসি আমার ভীষণ পছন্দ। কখনো সামর্থ আর সুযোগ হলে মজার ইশকুল :: Mojar School এর জন্য বানাবো। উহ, বাংলালিংকের দিন বদলের সিরিজটাও বেশ পছন্দের। গ্রামীণ ফোনের কমার্শিয়াল গুলো ভালো, বেশী ভালো কিন্তু দিন বদলের সিরিজের মত না। এর কারনও বলি! আমি ব্যক্তিগত ভাবে সব সময় পরিশ্রমী মানুষের ভাগ্য পরিবর্তন দেখতে ভালোবাসি। এই সাইকোলোজির কারনে এমন হতে পারে।

মার্কেটিং এর পরিধি এত বড় যা জেনে শেষ করা তো কঠিন, আমি এই লাইনের মানুষও না কিন্তু আগ্রহ তুমুল।

লেখা বড় হচ্ছে, শেষ করি। গালিব ভাই যে কাজটা করে মার্কেটিং নানান দিক এত এঙ্গেল থেকে বিশ্লেষণ করেন বা করতে পারেন যা অনেকে জানলেও এভাবে লিখতে দেখিনি। এই যে এত ব্যস্ত মানুষ, তবুও নিজের কমিউনিটির জন্য সময় দেন, এই বিষয়টা ভীষণ কঠিন। কিছুটা নিজেকে দিয়ে বুঝি। তাই ভালো লাগা বেশী।

কারো ভালো দিক নিয়ে লেখার বা বলার চর্চা যেহেতু আমাদের সামাজিক প্রেক্ষাপটে নেই, আর গালিব ভাইয়ের সাথে আর দেখা হবে এমন নিশ্চয়তা নেই তবুও একজন আগুন্তুক হিসেবে তাকে এই লেখার মাধ্যমে, তার লেখার জন্য ধন্যবাদ জানাই।

লম্বা পথ চলতে অনুপ্রেরণা লাগে, ধন্যবাদ লাগে। এক আগুন্তুকের ধন্যবাদ হয়তো তাকেও কিছুটা হলেও উৎসাহ দিবে।

আপনার সামনের লেখা গুলো পড়ার অপেক্ষায় ভাই, অনেক ধন্যবাদ আমাদের জন্য লেখার জন্য ।







Comments