সামনে ৬০ জন শিক্ষার্থী, কয়েকজন অভিভাবক
ইশকুলের মাঠে অল্প রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়াতে তেমন তেজ নেই । সামনে ৬০ জন শিক্ষার্থী, কয়েকজন অভিভাবক আর ইশকুলের টিচার ও স্বেচ্ছাসেবীরা ।
প্রথম প্রশ্ন ছিলো, কে কে ক্লাসে মাইর খাও ? কোন কোন টিচার মারে ? সবাই স্বমসরে কোন ম্যাম মারে না । আবার প্রশ্ন করলাম, কেউ মারলে বলো । আরও জোরে চিৎকার স্যার কেউ মারে না ।
তোমার কাজ কি ?
উত্তর যেন রেডি, প্রতিদিন সময় মত ইশকুলে আসা । এরপর বুঝিয়ে বললাম পড়ানোর কৌশল নির্ধারন , কাকে কি পড়াবে এই দায়িত্ব টিচারদের । সবাই বুঝলো মনে হলো ।
ইশকুল ড্রেস সমতা নিশ্চিত করে কিভাবে এটা শেয়ার করলাম, দুইজনকে দেখিয়ে । সবাই বুঝলো মনে হলো ।
আগামীকাল সবাই ড্রেস পড়ে আসবে, আজকে কেমন লাগে দেখার জন্য জান্নাত আর আপন কে ড্রেস পড়িয়ে দিচ্ছিলাম , শাকিল সেই মুহুর্ত্ব গুলো ক্যামেরা বন্দি করেছে ।
দারুণ একটা দিন কাটলো শিশুদের সাথে । যে অভিভাবক মায়েরা উপস্থিত ছিলো সবাই বেশ তৃপ্ত বলে জানাচ্ছিলো । অর্থ ও বাবা না থাকায় যাদের পড়াশোনাই হবে না ধরে নিয়েছিলো তারাই গত ২ মাস ধরে প্রতিদিন ক্লাসে আসছে এতেই সবাই দারুণ খুশি ।
May 16, 2017
Comments
Post a Comment