ছেলেটির নাম মনে নেই!

 




ছেলেটির নাম মনে নেই। গত বছর মজার ইশকুল :: Mojar School #সদরঘাট থেকে আনন্দ উৎসব-২০১৬ এ অংশগ্রহন করেছিল। ছেলেটির একটি পা নেই। বাস থেকে নেমে অন্যান্য শিশুরা যেখানে অনেক আনন্দ নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমের দিকে দ্রুত বেগে ছুটে চলেছে। তখন শিশুটি এক পায়ের উপর ভরসা করে খুড়িয়ে খুড়িয়ে তাদের সাথে তাল মেলানোর চেষ্টা করতেছে।


ব্যাপারটি আমাকে একটু ভাবালো। যেহেতু তার প্রচণ্ড ইচ্ছা সে অন্যদের সাথেই একসাথে হলরুমে ঢুকবে তাই আমিও #তার_ইচ্ছা_পূরণ এর জন্য এগিয়ে এলাম। তাকে কোলে নিলাম। কিন্তু ও আমার সক্ষমতা অপেক্ষা একটু বেশি ভারী হওয়ায় আমি একটু হাপিয়ে যাই। হঠাৎ করে কোথা থেকে যেন #শুভ ভাই চলে আসলো। ওকে আমার কাছ থেকে নিয়ে ওর ইচ্ছা পূরণ করেছে। ধন্যবাদ #শুভ ভাই। 🙂

এরপর থেকে ছেলেটি আর কোন দেখা নাই। হঠাৎ গত সপ্তাহে সে #সদরঘাট ইশকুলে হাজির। এসেই জড়িয়ে ধরে বলতেছে, "ভাইয়া, আমাকে চিনেছেন? ঐ যে গতবার পিকনিকে আপনি আর আরেকটা ভাইয়া আমাকে কোলে করে নিয়ে গিয়েছিলেন।" আমি বললাম, "হ্যাঁ, তোমাকে চিনেছি তো। ঐ ভাইয়াটার নাম ছিল শুভ।" এরপর এবছর আবার কবে হবে জিজ্ঞাসা করতেছে। আগামী ১২ অক্টোবর, ২০১৭ ।। বৃহস্পতিবার এর কথা শুনতেই বলতেছে, "গতবারও তো এই সময়ে করেছিলেন। আর এ জন্যে আমিও এই সময়ে চলে আসছি।"

ঠিক এভাবেই শত শত সুবিধাবঞ্চিত শিশুদের মেমোরি হয়ে থাকে এই আনন্দ উৎসব এবং অপেক্ষায় আছে মজার ইশকুল: আনন্দ উৎসব ২০১৭ । সিজন - ০৪ এর জন্য। তাদের এই অপেক্ষাকে আমরা কোন ভাবেই এড়িয়ে যেতে পারিনা। এখন শুধু আপনাদের একটু আন্তরিক সহযোগিতা জরুরী। বাকি আছে আর মাত্র ৪ দিন।

Writen Credit - Hasibul Hasan 

Comments