১০ বছর ধরে চেষ্টা করলেও বেশীর ভাগ মানুষকে বোঝাতে পারছি না মজার ইশকুল :: Mojar School কি করছে আসলে?

 


আমার মাঝে মাঝেই মনে হয়, একই সাথে অভিজ্ঞতাও হয়। ১০ বছর ধরে চেষ্টা করলেও বেশীর ভাগ মানুষকে বোঝাতে পারছি না মজার ইশকুল :: Mojar School কি করছে আসলে?

আমাদের সকল আয়োজন একটি সমস্যা সমাধানের জন্য। আর সেটা হচ্ছে, কোন শিশু পথে থাকবে না, পড়াশোনা করবে, সঠিক বয়সে আয় করা শিখবে। স্বাবলম্বী হবে।
এই সমস্যা সমাধানের চেষ্টায় আমরা একবারও লক্ষ্যচ্যুত হইনি, বা লক্ষ্য পরিবর্তন হয়নি, হওয়ার চান্স এখনো নেই। এমন হওয়ার চান্স নেই যে কোন ডোনার প্রতিষ্ঠান অনেক টাকা দিয়ে জানালো এই শিশুদের জন্য ভিন্ন কিছু করতে চায় যা চমক জাগানিয়া, সুতরাং আমাদের লক্ষ্যে কিছু পরিবর্তন আনতে হবেই । বরং আমাদের লক্ষ্যের সাথে যায় এমন কাউকেই সঙ্গী করতে চাই, অন্যদের না। যেকোন মূল্যে লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। কোন প্রলোভনেই না।
পথশিশুরা কেন পথে থাকবে না?
কারন পথশিশু নাম ধারণ করলেও এরা কেউ পথশিশু নয়। এরা সবাই শিশু। শিক্ষা, সুন্দর জীবন এদের অধিকার। কারো না, কারো মায়ের প্রিয় সন্তান। নানান কারনেই এইশিশুদের রাস্তায় নামতে হয়, থাকতে হয়।
এই লেখার সাথে থাকা ছবি দুইটা গতকাল ৩ এপ্রিল ২০২২ এয়ারপোর্টে তোলা, টোকাই, পথশিশু, মাদকাসক্ত শিশু যেকোন নামেই ডাকতে পারেন, এই ডাকের কোন দায় এই শিশুটির না এবং আজকে ৪ এপ্রিল ২০২২ লাল জামা গায়ে শিশুটিকে দেখুন, কি পরিপাটি। লাল জামা, লাল বেঞ্চে, পেন্সিল দিয়ে লিখছে, মজার ইশকুল আগারগাঁও শাখার যেখানে প্রি-প্রাইমারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়া যায়, আর এমন শাখা মজার ইশকুলের আছে ৪ টি। এই শিশুরা পরিবারের ছায়ায় আছে, সে মা হতে পারে, কোন আত্নীয় বা আশ্রয়দাতাও হতে পারে। এই শিশুর পড়াশোনার সকল খরচ মজার ইশকুলের, শিশুরা ১ টাও খরচ করে না শিক্ষা গ্রহণে। নতুন পোশাক, জুতা, ব্যাগ, খাতা কলম সব সব ফ্রি।
দুইটাই মজার ইশকুল। একটা ওপেন পয়েন্ট মজার ইশকুল যেখানে প্রায় সবাই আসক্ত, আর দ্বিতীয়টা স্থায়ী ইশকুল যারা এখন শতভাগ মাদক মুক্ত, শিক্ষায় যুক্ত।
এই খোলা আকাশ থেকে ক্লাস রুমে ফেরানোর লড়াইটা মজার ইশকুল ১০ বছরে করছে।
আর যদি অর্জন আর ফলাফল জানতে চান, ১ম ছবির মত থাকা ১০০০ শিশু এখন ২য় ছবির মত নিরাপদ পরিবেশে পড়াশোনা করছে। একটু সময় নিয়ে ভাবুন, একদল তরুণ শত ঝুকি মাথায় নিয়ে ১০০০ শিশুর জীবন বদলে দিয়েছে। আর এটাই মজার ইশকুল।
এই জার্নি সহজ না,তাই আমাদের সঙ্গী হোন, যাতে যাত্রাটা সহজ হয়।




Comments