শাহবাগে মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধ - র্ষ - ণ,
১. সকালটা এর থেকে বাজে ভাবে শুরু হতে পারতো না, দৈনিক ইত্তেফাকের খবর - “ শাহবাগে মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধ - র্ষ - ণ, রাজধানীর শাহবাগে মেট্রো স্টেশনের নিচে (১০) বছরের এক পথশিশু ধ - র্ষ - ণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানান, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পরে আছে। আর ওই ছেলেকে লোকজন ধরে রেখেছে।” পথশিশু মোবারক মজার ইশকুলের শিক্ষার্থী, যে শিশুটির উপর নির্যাতন করা হয়েছে আর যে করেছে তারাও পরিচিত হওয়ার সম্ভাবনা বেশী। শাহবাগে গেলেই বিস্তারিত জানতে পারবো। যেখানে শিশুরা বাসায় নিরাপদ না সেখানে রাস্তায় ঝুঁকি শতগুণ বেড়ে যায়। এই ঝুঁকি এড়াতে উদ্দ্যানে থাকা মায়েরা কি ধরনের উদ্যোগ নেয়, তার একটাধারণা দিচ্ছি। তার আগে গত ১৪ জানুয়ারি মজার ইশকুল ধানমণ্ডি শাখায় মরিয়ম নামের একটা ছোট্ট পরীর সাথে দেখা হওয়ার ঘটনাটা বলি। ২. মজার ইশকুল সেই ২০১৩ সাল থেকে পথশিশুদে...